আজ সুচিত্রা সেন’র জন্মদিন

আপনি পাবনায় জন্মাবেন বলেই, সেখানে পাগলের হাসপাতাল খুলতে হয়েছিলো কিনা জানিনা, শুধু এটুকু জানি, আপনার জন্য পাগল হয়েছিলো গোটা বাংলার মানুষ। এখন করোনা ভাইরাস আতংকে বিপর্যস্ত বিশ্ব, অথচ এই আতংকেও আপনার এই মুখ দেখে আনমনা হয় বাংলা ভাষাভাষী মানুষ, এটা কি পাগলামি নয়? বন্ধু খান, ময়মনসিং-এর এক বালিকার মুখে আপনার মত হাসি দেখে বিয়ে করেছে। অনিতাভ আর ফিক্সন আপনাকে না পেয়ে বিয়ে করলো নায়িকাকে। বন্ধু স্বপ্ন পারিবারিক পছন্দে বিয়ে করছিলো, কিন্তু এখনো দুই বাংলার নায়িকাদের মাঝে খুঁজে ফিরছে আপনাকেই। কোয়েল এখনো রাতে আপনার কথা ভেবে কবিতা লেখে। বন্ধু জালাল যেদিন জেনেছিল আপনি বিবাহিতা সেদিন আত্মহত্যা করেছিলো। শ্মশান বন্ধু ফাগুনের গ্রীবা ভঙ্গী আপনার মতো দেখে বিয়ে করলো বড়োভাই। ছোট ভাই আনিস নায়ক হলনা, আপনি আর নায়িকা হবেননা তাই। আপনি পর্দার আড়ালে চোলে জাওয়ায় দেশ ছাড়ল বন্ধু স্বপন, জুয়েল, রানা। বাংলার প্রতিটি ফুল, তরুলতা, দূর্বা-ঘাস, বহমান জল, বলে চলে আপনারই কথা। এসব কি পাগলামি নয়? বাংলার এক পাগল করা ভালোবাসার নাম, আপনিঃ- সুচিত্রা সেন। আজ আপনার জন্মদিন। আমাদের অঞ্জলি গ্রহন করুন।
মুজতবা সউদ