বিশ্বজুড়ে মহামারী সৃষ্টি করেছে করোনাভাইরাস। আঁচ লেগেছে বাংলাদেশেও। কার্যত স্থবির বাংলাদেশ। কর্মহীন অনেক মানুষ। অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ঢালিউডের প্রিয়দর্শিনী মৌসুমীর ফ্যান ক্লাব। ঢাকায় প্রায় ৫০ জন মানুষের হাতে তুলে দেয়া হয়েছে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কিছু পরিষ্কার-পরিচ্ছন্নতা সামগ্রী।
এ প্রসঙ্গে প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, আমার ও ফ্যান ক্লাবের পক্ষ হতে চেষ্টা ছিল সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর। তারা করোনাভাইরাস বুঝতে চায় না। তারা চায় এক বেলা খাবারের নিশ্চয়তা। একদিন কাজ না করলে খাবার জুটবে না তাদের। তাদের জন্যই কিছু করার চেষ্টা করেছি আমরা।
তিনি আরও বলেন, শুধু আমার ফ্যান ক্লাব নয়, দেশের এ পরিস্থিতিতে আমাদের সকলের উচিৎ অসহায় মানুষগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। কারণ, মানুষ তো মানুষের জন্য। আল্লাহ আমাদের সবার চেষ্টা কবুল করুক ও কঠিন সময় মোকাবেলার তৌফিক দান করুক। জানা গেছে টিম মৌসুমীর সদস্যদের অর্থে এসব সামগ্রী ক্রয় করা হয়েছে। তাদের দেশের অন্যান্য স্থানেও নিজেদের সামর্থ্য অনুযায়ী সুবিধাবঞ্চিতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার পরিকল্পনা আছে।
উল্লেখ্য, টিম মৌসুমীর পক্ষ হতে এ কার্যক্রম পরিচালনা করেন নাট্য নির্মাতা তোহা মোর্শেদ। এ ছাড়াও সহযোগিতা করেন টিম মৌসুমীর সদস্য নীল, আদ্রিতা ও মৌরী।
রোমান রায়