সংগীত শিল্পী জুঁই’র জন্মদিনে চমক

তরুণ প্রজন্মের অন্যতম ফোক সংগীতশিল্পী ইসরাত জাহান জু্ঁই সফল প্রযোজক ও অভিনেতা এবং রাজনীতিবিদ নজরুল রাজ এর সহধর্মিনী। জন্মদিনে স্ত্রীকে চমকে দিলেন, আয়োজন করলেন তারকাদের মিলনমেলা। । ‘ঘুম ভাঙ্গাইয়া গেলো রে মরার কোকিলে’ শিরোনামের জনপ্রিয় গানের এই দু-লাইন ব্যবহার করে নতুন করে তৈরি করা হয়েছে একটি গান। নতুন এই গানে কন্ঠ দিয়েছেন জুঁই। গানটিতে জুঁইয়ের সঙ্গে মডেল হিসেবে দেখা গেছে চিত্রনায়ক জয় চৌধুরীকে। এটি জয় চৌধুরীর প্রথম মিউজিক ভিডিও। এই গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। গতকাল ২৯ ফেব্রুয়ারী ছিল সংগীতশিল্পী জুঁই এর জন্মদিন। এ উপলক্ষ্যে রাজধানী বনানীর এক অভিজাত রেস্টুরেন্ট এ কেক কাটার মধ্য দিয়ে জমকালো জন্মদিন উদযাপন করা হয়। এ জন্মদিনের অনুষ্ঠানে জু্ঁইকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ্ব হরুন অর রশিদ সিআইপি, রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, চলচ্চিত্র প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম, বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক মো. ইকবাল, চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা, চিত্রনায়িকা পলি, শিরিন শিলা, সংগীতশিল্পী রবি চৌধুরী, সুমি মির্জা, মাহফুজা মমো, মোহাম্মদ মিলন, জুয়েল মোর্শেদ, শফিক তুহিন, কিশোর দাস, নৃত্যশিল্পী সাইফুল ইসলাম, লাক্স তারকা সারাকা মজুমদার ও উপস্থাপিকা শান্তা জাহানসহ একঝাঁক তারকাশিল্পী। এ প্রসঙ্গে জুঁই জানান, সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই দোয়া করবেন আর বাংলা গানের সাথেই থাকুন। উল্লেখ্য জুঁই এর আগে ‘জীবন মানে যন্ত্রণা’, ‘বুঝলা না’, ‘পোষা পাখি’, ‘বিধি’, ‘কী জাদু’, ‘চান্দের আলো’সহ বেশকিছু গান গেয়ে আলোচিত হয়েছেন। তিনি নিয়মিত ফোক গান গেয়ে শ্রোতাদের মাতিয়ে যাচ্ছেন। জুঁই বলেন, ‘ঘুম ভাঙ্গাইয়া গেলো রে মরার কোকিলে গানটি আমার শ্রোতাদের জন্য নতুন উপহার। গানটির কথা, সুর সুন্দর হয়েছে। এছাড়া এর কোরিওগ্রাফিও দারুন হয়েছে। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’
নরসিংদী বারৈচা ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকায় সংগীত কলেজে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন জুঁই। নিয়মিত গানও করছেন। জুঁই চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। শাকিব খান-বুবলী অভিনীত ‘শুটার’ সিনেমায় প্রথম প্লেব্যাক করেন তিনি। এরপর ‘মধু হই হই বিষ খাওয়াইলা’, ‘মাতাল’, ‘অবতার’সহ বেশ কয়েকটি সিনেমায় প্লেব্যাক করেন। এছাড়া নিয়মিত স্টেজ শোয়ে অংশ নিচ্ছেন এই শিল্পী। আগামীতে অনেকদূর এগিয়ে যেতে চান।
রোমান রায়