আঁখি ও আসিফ’র ওরে পাখি

আঁখি আলমগীর দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী। তার অনেক শ্রোতাপ্রিয় গান আছে। বিশেষ করে তার স্টেজ শোতে মুগ্ধ দর্শকশ্রোতা। তার সাবলীল পারফর্মেন্সও মুগ্ধ করে দর্শকদের। এবারের ঈদে তাকে বেশি দেখা যাবে টিভি শোতে এবং তিনি গান পরিবেশন করবেন বেশ কিছু স্যাটেলাইট চ্যানেলে। সম্প্রতি কোরিয়াতে গানের শো শেষ করে দেশে ফিরে আঁখি আলমগীর জানান, টিভি অনুষ্ঠানে গান পরিবেশেনের পাশাপাশি, আসিফ আকবরের সঙ্গে ‘ওরে পাখি’ গানের মিউজিক ভিডিওটিও এই ঈদে প্রকাশ পাবে। এই গানটির মধ্য দিয়ে দর্শক শ্রোতারা আমাদের নতুন রূপে দেখতে পাবেন। এছাড়া ঈদে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ মেলায়ও একটি গান থাকছে।