গায়ক রিজভী ওয়াহিদের একটি গানে মডেল হিসেবে কাজ করছেন সৌমি। গতকাল রিজভী ওয়াহিদ বলেন, নতুন এ গানের শিরোনাম ‘যদি কিছুটা প্রেম‘। এ গানের কথা লেখার পাশাপাশি সুর করেছেন কলকাতার লিংকন রায় চৌধুরী। আমার সঙ্গে নতুন এ গানে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা। সৌমি আমার সঙ্গে এ গানে মডেল হিসেবে কাজ করেছেন। ঢাকার পর কুয়াকাটায় এ গানের দৃশ্যধারণের কাজ হবে। সৌমি বলেন, সুন্দর কিছু জায়গায় এ গানের শুটিং চলছে। ভিডিও নির্মাণ করছেন চন্দন রায় চৌধুরী।
গানটিও বেশ চমৎকার। আমার কাজটি করে বেশ ভালো লাগছে। শিগগিরই এ গানের বাকি অংশের দৃশ্যধারণের কাজ হবে কুয়াকাটায়।
রোমান রায়