লাক্স তারকা হিসেবে অরিন শুরুতেই প্রয়াত নায়করাজ রাজ্জাক এর টেলিফিল্মে সম্রাটের নায়িকা চরিত্রে অভিনয় করেন। এরপর তিনি সিনেমার নায়িকা হিসেবে নাম লেখান বরেণ্য নির্মাতা কাজী হায়াৎ পরিচালিত ‘ছিন্নমূল’ পরবর্তীতে তিনি অভিনয় করেন ‘বিধ্বস্ত’, ‘আমার সিদ্ধান্ত’, ‘সংসার’ সিনেমায়। অরিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’।সিনেমাটি পরিচালক করেছিলেন মোস্তাফিজুর রহমান বাবু।
এরইমধ্যে অরিন কলকাতায় নেহাল দত্তের ‘অপরাজেয়’, মলয় চক্রবর্তীর ‘উল্কী’, মহুয়া চক্রবর্তীর ‘আমার ভয়’, সুবীর মণ্ডলের ‘শর্টকাট’সহ বেশ কয়েকটি সিনেমায় কাজ করেন। অরিন কলকাতায় এসব ছবির কাজ শেষ করে সম্প্রতি ঢাকায় ফিরেছেন।
এই অভিনেত্রী ঢাকায় ফিরেই জানান,চলতি বছর একের পর এক নতুন সিনেমা মুক্তি পাবে আমার। কলকাতার সবগুলো ছবির শুটিং, ডাবিংয়ের কাজ শেষ করে ঢাকায় ফিরেছি। সামনে আমার অভিনীত ও নেহাল দত্তে পরিচালিত ‘অপরাজেয়’ ছবিটি মুক্তি পাবে।এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র।
এটি কলকাতায় আমার অভিনীত প্রথম ছবি। দারুণ পারিবারিক গল্পের সিনেমা। এতে আমার বিপরীতে কলকাতার শায়ান অভিনয় করেছেন। এ ছবিতে আরো অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক, লাবনী সরকার। একসঙ্গে বাংলাদেশ ও ভারতে ছবিটি মুক্তির প্রক্রিয়া চলছে। আশা করি, দুই দেশে দর্শকরা আমার এ ছবিটি দেখতে পাবেন।
রোমান রায়