‘আকবর’ সিনেমায় কন্ঠ দিয়ে আবার প্লেব্যাকে ফিরলেন আসিফ

অডিও গানের যুবরাজ খ্যাত গায়ক আসিফ আকবর পাশাপাশি সিনেমার গানেও বেশ সফল তিনি। তবে দীর্ঘদিন ধরে প্লেব্যাকে নেই তিনি।ইদানিং তিনি নিয়মিত ছিলেন মিউজিক ভিডিওতে! এবার নতুন খবর হচ্ছে, জনপ্রিয় এ গায়ক সিনেহল মাল্টিমিডিয়া প্রযোজিত প্রথম সিনেমা ‘আকবর’-এ কণ্ঠ দেওয়ার মাধ্যমে আবার প্লেব্যাকে ফিরলেন। ছবির টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন আসিফ। যে গানের কথা লিখেছেন এই সময়ের ব্যস্ততম গীতিকার সুদীপ কুমার দীপ। সুর-সংগীত করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক শওকত আলী ইমন।
গীতিকার দীপ বলেন, ৩ বছর আগে ‘নোলক’ সিনেমায় ‘শীতল পাটি’ গানে কণ্ঠ দিয়েছিলেন আসিফ আকবর। গানটির রেকর্ড হয়েছিল ২০১৭ সালে। বিরতি কাটিয়ে তিনি গাইলেন নতুন সিনেমায় গাইলেন।
শুধু তাই নয়, গানটির মাধ্যমে ৭ বছর আবার আসিফ শওকত আলী ইমনের সুর-সংগীতে কণ্ঠ দিয়েছেন উল্লেখ করে দীপ বলেন, আসিফ আকবর-শওকত আলী ইমন জুটির সর্বশেষ গান ছিল ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ সিনেমায়, রেকর্ড হয়েছিল ২০১৩ সালে। রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় আসিফ আকবরের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
রাজধানীর গ্যাং কালচার ও আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করেছে অনেকেই, কিন্তু পুরো শহরের হৃদপিণ্ডটাকে বুক পকেটে পুরে রাখে একজনই! তিনি হলেন ‘আকবর’। যার ট্যাগ লাইন ‘ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। এই ছবির পরিচালক সৈকত নাসির।
তিনি জানান, আফিস আকবর প্লেব্যাক করতে চাইছিলেন না। আমি বলার পর উনি রাজি হয়েছেন। দুর্দান্ত হয়েছে তার নতুন গানটি। আসিফ আকবর এ গানটির মাধ্যমে ‘আকবর’-এর শুটিং শুরু হবে।
‘আকবর’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়ক ইমন। তার নায়িকা হলেন ববি। এ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার দর্শক দেখতে পাবেন ইমন-ববির নতুন রসায়ন।
নায়ক ইমন বলেন, ঢাকার গ্যাং কালচারের কিছু সত্যিকার চরিত্রকে কাল্পনিকভাবে সেলুলয়েডে বন্দি করা হবে এই সিনেমায়। সবচেয়ে বড় শক্তি হবে গল্প। ঢাকার উত্থান দেখানো এ ছবিতে। থাকবে শহরের অন্তরালের কিছু গল্প।
রোমান রায়