ফ্রেন্ডস সার্কেল’র আয়োজনে সম্বর্ধনা ও জন্মোৎসব

চিত্রতারকা সুচরিতা, সাইমন সাদিক, চিত্রপরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তি, মিউজিক ভিডিও দুই দুবার এর সাফল্য এবং সাবেক সিনিয়র জেল সুপার মো: ফরমান আলী, বেক্সিমকো গ্রুপের এক্সিকিউটিভ পরিচালক রফিকুল ইসলামের জন্মদিন উপলক্ষ্যে গেলো ২৮ ডিসেম্বর ঢাকার ক্যাপিটাল ক্লাবে সবর্ধনা ও জন্মোৎসব এর আয়োজন করা হয়। এতে দেশীয় বিনোদন জগতের অনেক তারকা এবং বিনোদন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
গানে গানে পুরো অনুষ্ঠান মাতোয়ারা রেখেছিলেন আসিফ আকবর, সাইমন সাদিক, পলাশ, রাফাত। শুরুতে গান করেন নার্গিস নিশান। এছাড়াও উপস্থিত ছিলেন চিত্রতারকা পপি, কেয়া, শিরীন শীলা, বিপাশা কবির, রথি, আর্শি, তৃষ্ণা, বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রাচী, চিত্রনায়ক নাদিম, অভিনেতা নজরুল রাজ, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চিত্রপরিচালক সোহানুর রহমান সোহান, শাহীন সুমন, সাফিউদ্দিন সাফি, অপূর্ব রানা, মনিরুল ইসলাম সোহেল, রহিম বাবু, চিত্র সম্পাদক তৌহিদ, চলচ্চিত্রের কাহিনীকার আবদুল্লাহ জহির বাবু, নৃত্য পরিচালক সাইফ খান, বিনোদন বিচিত্রা পত্রিকার প্রকাশক – সম্পাদক দেওয়ান হাবিবুর রহমান, সিনিয়র বিনোদন সাংবাদিক তুষার আদিত্য, মনিরুল ইসলাম, রিমন মাহফুজ সহ এক ঝাঁক বিনোদন সাংবাদিক। সন্ধ্যায় শুরু হয়ে নৈশভোজের পর মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠান চলে।
অনুষ্ঠানের শুরুতে মো: ফরমান আলী, রফিকুল ইসলাম এবং সাইমন সাদিককে অনুষ্ঠানে আগতরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর মো: ফরমান আলী, রফিকুল ইসলাম ও সাইমন সাদিক তাদের অনুভূতিতে প্রকাশ করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন দেওয়ান হাবিবুর রহমান, মুশফিকুর রহমান গুলজার, আসিফ আকবর। অনুষ্ঠানটি আয়োজনে ছিল ফ্রেন্ডস সার্কেল।
রোমান রায়