না নতুন বছরের প্রথম দিন রবিবার নয়। তবে নতুন বছরের প্রথম সপ্তাহের শুক্রবারে প্রথম সিনেমা মুক্তি পেতে যাচ্ছে কলকাতার ছবি ‘রবিবার’। এটি আমদানিকৃত সিনেমা হিসেবে বাংলাদেশে মুক্তি পাবে। যেখানে অভিনয় করেছেন বাংলাদেশের নন্দিত তারকা জয়া আহসান এবং তাঁর সঙ্গে টালিউড সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি। বাংলাদেশে ‘রবিবার’ মুক্তি দিচ্ছে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট।
প্রতিষ্ঠানটির পক্ষে নির্মাতা অনন্য মামুন বলেন: বাংলাদেশে ‘রবিবার’ মুক্তির জন্য মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম। সেখানে আমলাতান্ত্রিক কিছু জটিলতা থাকে। সবকিছু কাটিয়ে গত বৃহস্পতিবার অনুমতি পেয়েছি। চলতি সপ্তাহে ‘রবিবার’ সেন্সরে জমা পড়তে পারে।
তিনি বলেন, চলতি মাসের ২৭ তারিখে পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ‘রবিবার’। পরের সপ্তাহেই অর্থাৎ ৩ জানুয়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চাই। সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার কলকাতায় এবং পরের সপ্তাহেই এদেশে চলবে ‘রবিবার’।
জয়া আহসান ও প্রসেনজিতের ‘রবিবার’ ছবির বিনিময়ে অনন্য মামুন পরিচালিত তারিক আনাম খান ও স্পর্শিয়ার ‘আবার বসন্ত’ ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে। যেটি বাংলাদেশে মুক্তি পেয়েছিল চলতি বছর রোজার ঈদে। এ তথ্য দিয়েছেন অনন্য মামুন।
নির্মাতা অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’। যেখানে জয়া আহসান ও প্রসেনজিৎ প্রথমবারের মতো জুটি বেঁধেছেন। রীতিবিরুদ্ধ একটি সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘রবিবার’। আবেগ ও থ্রিলারের মিশ্রণ থাকছে এ গল্পে। ‘রবিবার’-এ প্রসেনজিৎ অভিনয় করছেন অসীমাভর চরিত্রে, আর জয়াকে দেখা যাবে সায়নী চরিত্রে। মূলত এ দুজনকে নিয়ে ‘রবিবার’ ছবির গল্প।
খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে জয়া আহসান আছেন কলকাতায়। সেখানে তিনি ‘রবিবার’-এর মুক্তি উপলক্ষ্যে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ ছবি প্রসঙ্গে ঢাকার ছবির এই ‘দেবী’ আগেই জানিয়েছেন, খুবই সমসাময়িক এবং আধুনিক গল্পের ছবি ‘রবিবার’।
রোমান রায়