‘ন ডরাই’ চতুর্থ সপ্তাহে ১৮ প্রেক্ষাগৃহে

স্টার সিনেপ্লেক্স এর প্রথম প্রযোজনায় বাংলাদেশে সার্ফিং নিয়ে নির্মিত প্রথম চলচ্চিত্র হচ্ছে ‘ন ডরাই’। সিনেমাটি মুক্তি পেয়েছে গত ২৯ নভেম্বর।
তানিম রহমান অংশু পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন নবাগত সুনেরাহ বিনতে কামাল, শরীফুল রাজ,ওয়াসিম সেতার,সাঈদ বাবুসহ আরো অনেকে। মুক্তির পর থেকেই নানা আলোচনা সমালোচনা চলছে সিনেমাটি নিয়ে।কিন্তু ‘ন ডরাই’ দেখতে হলগুলোতে দর্শকদের উপচেপড়া ভীড় লক্ষ করা গিয়েছে। সিনেমাটি’কে সবাই সাদরে গ্রহণ করেছে। এই বছরে সেরা পাঁচ ব্যবসা সফল সিনেমার মধ্যে ‘ন ডরাই’ অন্যতম।
‘ন ডরাই’ মুক্তির তৃতীয় সপ্তাহ পার করে চতুর্থ সপ্তাহে পা রাখতে চলেছে।দর্শক-প্রদর্শকদের চাহিদার কারণে চতুর্থ সপ্তাহে এসে ‘ন ডরাই’- এর হল সংখ্যা বেড়েছে। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ জানান, চতুর্থ সপ্তাহ থেকে দেশের ১৮টি সিনেমা হলে চলবে ‘ন ডরাই’।
ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, শ্যামলী, বলাকা সিনেমা হলে চলবে ছবিটি। এছাড়া ঢাকার বাইরে সাভারের সেনা অডিটেরিয়াম, নারায়ণগঞ্জের সিনে স্কোপ, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, আলমাস, সিনেমা প্যালেস, পটিয়ার ছন্দ সিনেমা, কক্সবাজারের বিজিপি অডিটোরিয়াম, সিলেটের নন্দিতা, ময়মনসিংহের ছায়াবানী, খুলনার লিবার্টি, বরিশালের অভিরুচি, বগুড়ার মম ইন, টাঙ্গাইলের মালঞ্চ, মানিকগঞ্জের নবীন সিনেমা হলে চলবে সিনেমাটি।
সিনেমাটির প্রযোজক ও স্টার সিনেপ্লেক্স এর কর্ণধার মাহবুব রহমান রুহেল বলেন, ‘ছবির গল্প, নির্মাণশৈলী, চিত্রায়নসহ সবকিছুতে অভিনবত্বের ছাপ রাখার প্রয়াস ছিল আমাদের। সাহসী নারীর গল্পের পাশাপাশি কক্সবাজার সমুদ্র সৈকতকে আকর্ষণীয় রূপে পর্দায় উপস্থাপন করতে চেয়েছি। ছবি মুক্তির পর থেকে এ যাবৎ দর্শকদের যে সাড়া পেয়েছি তাতে আমার চেষ্টা অনেকখানি সার্থক বলে মনে করি।’
রোমান রায়