আঁখি আলমগীর’র ঐতিহাসিক মুহুর্ত

জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ‘একটি সিনেমার গল্প’ ছবিতে গাওয়া গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তার বাবা কিংবদন্তী অভিনেতা আলমগীর পেয়েছেন আজীবন সম্মাননা এবং ‘একটি সিনেমার গল্প’ ছবির জন্য শ্রেষ্ঠ সুরকারের পুরস্কার পেয়েছেন কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লা। দুই কিংবদন্তীর মাঝে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ট্রফি হাতে দাঁড়িয়ে আঁখি মন্তব্য করেছেন, ‘কিংবদন্তীদের মাঝে দাঁড়িয়ে আছি, আমার পরিবারের জন্য একটি ঐতিহাসিক মুহুূর্ত ।’
আলমগীর ও গীতিকার খোশনূর কন্যা অভিনয়ে জাতীয় স্বীকৃতি পেয়েছিলেন ১৯৮৪ সালে। ‘ভাত দে’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার অর্জন করেন তিনি। অভিনয়ের পর গানের জন্যও তিনি জিতে নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলকে ধন্যবাদ জানিয়েছেন আঁখি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবার পর কিছু ছবি শেয়ার করে তিনি লিখেছেন, আমাদের পরিবারের অন্যতম সুখের একটি মুহুর্ত। মহান আল্লাহতায়ালা, আমার পরিবার, বন্ধু, দেশের জনগণকে ধন্যবাদ জানাই যারা আমাদের গড়ে তুলেছেন। আপনাদের শুভকামনায় আমি আপ্লুত। আপনাদের ভালোবাসায় আমি সম্মানিত। আপনাদের জন্যই এ অর্জন অর্থবহ ও সুন্দর হয়ে উঠেছে।
প্রসঙ্গত, ১৯৯৪ সালে ‘বিদ্রোহী বধূ’ ছবিতে প্রথম প্লেব্যাক করেন আঁখি। এরমধ্যে ১৯টি অ্যালবাম বের করেছেন আঁখি। সম্প্রতি মায়ের জন্মদিনে শুরু করেছেন নিজস্ব ইউটিউব চ্যানেল। স্টেজ শো-তে নিয়মিত পারফর্ম করে চলেছেন এই সুকণ্ঠী শিল্পী।
রোমান রায়