রাজশাহী মাতাবেন দুই বাংলার শিল্পী

বিজয়ের মাস মানে বাঙ্গালীদের উৎসবের মাস । মহান বিজয়ের মাস, ডিসেম্বর শুরু হয়েছে। ১৬ ডিসেম্ভর উপলক্ষে আগামী ৭ই ডিসেম্ভর সন্ধায় রাজশাহীতে থিম ওমর প্লাজায় ‘ম্যাক্স ব্যাগ’ কোম্পানীর নতুন শো-রুম ‘ম্যাক্স গ্যালারী’র উদ্বোধন। সেই উদ্বোধন উপলক্ষে এক ম্যাগা কনসার্টের আয়োজন করা হয়েছে ‘ম্যাক্স ব্যাগ’ কর্তৃপক্ষ । কনসার্টে প্রথম এক সাথে পারপর্মেন্স করবেন এপার বাংলা ও ওপার বাংলার এই তিন তারকা শিল্পী । তারা হলেন জনপ্রিয় কন্ঠ শিল্পী কাজী শুভ, বেলাল খান ও কলকাতার জনপ্রিয় কন্ঠ শিল্পী আকাশ সেন । এছাড়া আরো বেশ কয়েকজন কন্ঠ শিল্পী অনুষ্ঠানে পারপর্মেন্স করবেন ।
কনসার্টে নিয়ে ম্যাক্সব্যাগের ডিরেক্টর আকরাম খান জানান , কনসার্ট শুরুর আগে বিকাল ৩টায় ‘ম্যাক্স গ্যালারী’র উদ্বোধন করবেন জনপ্রিয় তিন তারকা শুভ, বেলাল খান ও কলকাতার জনপ্রিয় কন্ঠ শিল্পী আকাশ সেন । উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ‘ম্যাক্স ব্যাগ’এমডি গিয়াস উদ্দিন খান ও ডিরেক্টর আকরাম খান । উদ্বোধন শেষে শুরু হবে কনসার্ট শেষ হবে রাত ১১টায় । অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আরজে অপু । পুরো অনুষ্ঠানটি ম্যাক্স ব্যাগ এন্টারটেনমেন্ট এর ইউটিউব চ্যানেল ও ফেইসবুকে সরাসরি লাইভ দেখানো হবে । আর এই পুরো অনুষ্ঠানটি ইভেন্ট ম্যানেজমেন্টে আছেন রেইন ড্রপস।
জিয়াউদ্দিন আলম