পথশিশুদের নিয়ে তানিশা

প্রতিভাবান কণ্ঠশিল্পী তানিশা নিজের গানের পাশাপাশি একটি স্কুলে পথশিশুদের গান শেখানোর উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি কণ্ঠশিল্পী কাজী শুভর সঙ্গে তার একটি ডুয়েট অ্যালবাম প্রকাশ পেয়েছে। এর বাইরে নতুন কিছু গানের কাজ করছেন।
তানিশা বলেন, ‘আমি খুবই ক্ষুদ্র একজন শিল্পী। তবুও এর ভেতরে নিজের মতো করে সামাজিক যেকোনো কাজে কন্ট্রিবিউট করতে চাই। সেই উদ্দেশ্যেই একঝাঁক পথশিশুর সঙ্গে গানে গানে কিছু সময় কাটাবো। এটাই আমার জীবনের অন্যতম অভিজ্ঞতা হবে। তাই মিরপুরের কালশীর একটি স্কুল কর্তৃপক্ষ এই ব্যাপারে অফার করায় আমি সুযোগটা ছাড়তে চাইনি।’
উল্লেখ্য, শিগগিরই দুটি নতুন মিউজিক ভিডিও নিয়ে তানিশা আসছেন। এছাড়া তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলেও নিয়মিত গান প্রকাশের উদ্যোগ নিয়েছেন স্টেজ শোর পাশাপাশি।
রোমান রায়