১ মিলিয়ন প্লাস ভিউ হলো ‘রঙ’ মিউজিক ভিডিও

১ মিলিয়ন ভিউ অতিক্রম করলো চিত্রনায়িকা নিপুন ও তার বোন পলিনের ‘রঙ’ গানের মিউজিক ভিডিও। গত (১২সেপ্টেম্বর) মিউজিক ভিডিও ‘রঙ’ আনুষ্ঠানিক ভাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়। গীতিকার মিজানের কথায় ‘রঙ’গানটির কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী পলিন, মডেল হয়ছেন চিত্রনায়িকা নিপুণ। সুরকার ও মিউজিক করছেন শওকত আলী ইমন।
এ বিষয়ে চিত্রনায়িকা নিপুণ বলেন, গেল কয়েক বছরে অন্তত হাজার বার মিউজিক ভিডিও এর মডেল হওয়ার প্রস্তাব পেয়েছি কিন্তু করিনি। ‘কারণ পছন্দ হয়নি নানা কারণে। ‘রঙ’ কাজটি আমি নিজ হাতেই করেছি, এখানে কোনও ঘাটতি রাখিনি। অবশ্য এর পেছনে স্পেশাল একটা কারণ বোন পলিন।
রোমান রায়