ফোবানা সম্মেলনের জন্য ওয়াশিংটন থেকে সংগ্রহ ২৫ হাজার ডলার

আগামী বছর যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ডালাস শহরে লেবার ডে উইকেন্ডে অনুষ্ঠিত হবে ৩৪তম ফোবানা সম্মেলন। এর কনভেনর হয়েছেন বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস (বান্ট) এর সভাপতি হাসমত মোবিন এবং সদস্য সচিব হয়েছেন বান্টের সাধারণ সম্পাদক নাহিদা আলী।
গত শনিবার ওয়াশিংটন ডিসিতে ৩৪তম ফোবানা সম্মেলনের তহবিল সংগ্রহের অনুষ্ঠানে এই ঘোষণা দেন ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারপার্সন শাহ হালিম। এতে অংশগ্রহণকারি বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা মেট্রো ওয়াশিংটন ডিসি থেকে ২৫ হাজার ডলার প্রদানের অঙ্গীকার করেছেন।
লক্ষাধিক ডলারের এই বাজেটের অবশিষ্ট অর্থ বিভিন্ন সিটিতে অনুষ্ঠানের মাধ্যমে সংগ্রহ করা হবে বলেও জানান নেতৃবৃন্দ। আর এভাবেই ফোবানার প্রতি সর্বস্তরের প্রবাসীর সম্পৃক্ততা সুসংহত করার কৌশল অবলম্বন করা হয়েছে বলে ফোবানার নির্বাহী ভাইস চেয়ারপার্সন জাকারিয়া চৌধুরী উল্লেখ করেন।
ওয়াশিংটন ডিসিতে ‘আমেরিকা-বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটি’র উদ্যোগে তহবিল সংগ্রহের এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনর জি আই রাসেল এবং পরিচালনা করেন ৩৫তম ফোবানা সম্মেলনের সদস্য সচিব শিব্বীর আহমেদ।
এতে বক্তব্য রাখেন ফোবানা এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারপার্সন জাকারিয়া চৌধুরী, প্রাক্তন চেয়ারপার্সন আতিকুর রহমান আতিক, এক্সিকিউটিভ কমিটির আউস্ট্যাউটস্ট্যান্ডিং মেম্বার এটিএম আলম, ফোবানার সদস্য সংগঠন প্রিয়বাংলার প্রিয়লাল কর্মকার ও সাব-কমিটি (নিউজ লেটার)’র চেয়ারপার্সন এন্থনী পিয়ুষ গোমেজসহ এ বছর নিউইয়র্কে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনের কর্মকর্তাবৃন্দ।
টেক্সাসে ফোবানার সম্মেলন আসছে সেপ্টেম্বরের ৪ থেকে ৬ তারিখে ডালাস শহরে আরভিং কনভেনশন সেন্টার এ্যাট লাস কোলিনাস ( ৫০০ ওয়েষ্টলাস কোলিনাস বুলুভার্ড) এ অনুষ্ঠিত হবে।
এদিকে, ২০২১ সালের লেবার ডে উইকেন্ডে ওয়াশিংটন ডিসিতে ৩৫তম ফোবানা সম্মেলনের জন্য গঠিত কমিটির কনভেনর জিআই রাসেল এবং সদস্য-সচিব সাংবাদিক শিব্বির আহমেদ এ সময় হোস্ট কমিটির কর্মকর্তাগণকে বিপুল করতালির মধ্যে পরিচয় করিয়ে দেন।
আকবর হায়দার কিরণ