কাকে বিয়ে করছেন টেইলর সুইফট?

২৮ বছর বয়সী টেইলর সুইফট ও ২৭ বছর বয়সী জো অ্যালউইনকে একসঙ্গে দেখেই বুঝা যায়, তারা দু’জন খুবই সুখী সম্পর্কের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছেন।
দেড় বছর ধরে ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইনের সঙ্গে জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী টেইলর সুইফট চুটিয়ে প্রেম করছেন। বছরজুড়ে নানা সময়ে এই তারকা জুটিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় প্রেম করেতে দেখা যায়। তাদের প্রেম নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে হয়েছে নানা খবর। এবার খবর রটেছে জো অ্যালউইনকে বিয়ে করতে যাচ্ছেন টেইলর।
২৮ বছর বয়সী টেইলর সুইফট ও ২৭ বছর বয়সী জো অ্যালউইনকে একসঙ্গে দেখেই বুঝা যায়, তারা দু’জন খুবই সুখী সম্পর্কের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে টেইলর সুইফটও জো অ্যালউইনকে ও তাদের সম্পর্ককে আগের চেয়ে বেশি গুরুত্ব দিতে শুরু করেছেন। শুধু তাই নয়, দু’জনেই দু’জনের ক্যারিয়ারের প্রতি সহযোগী। তাদের দু’জনের এমন মনোভাব বিয়ের দিকে ইঙ্গিত করছে বলে মনে করেন মার্কিন সংগীতাঙ্গনের সংশ্লিষ্টরা।
যদিও টেইলর সুইফট সবসময়েই, তাদের এ সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চান না। তাই তিনি এখনো অফিসিয়ালিও তাদের বিয়ের বিষয় নিয়ে গণমাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ। কিন্তু তাতে কী? তাদের হাবভাব দেখে ঠিকই বিয়ের গুঞ্জন রটেছে মার্কিন সংগীতাঙ্গনে ।
গত ২১ মে যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অনুষ্ঠিত বিলবোর্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে টেইলর সুইফট তার ‘রেপুটেশন’ অ্যালবামের জন্য সেরা নারী কণ্ঠশিল্পীর পুরস্কার জয় করেছেন। চলতি বছর ফ্রান্সে অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবের চোপার্ড ট্রফি অর্জন করেন টেইলর সুইফটের প্রেমিক অভিনেতা জো অ্যালউইন।