দেশের ২২ প্রেক্ষাগৃহে মিলবে জয়া’র ‘কন্ঠ’

আগামীকাল শুক্রবার (৮ নভেম্বর) সারাদেশে ২২টি প্রেক্ষাগৃহে মক্তি পাচ্ছে ওপার বাংলার বহুল আলোচিত ও ব্যবসা সফল ছবি ‘কন্ঠ’।সাফটা চুক্তিতে এদেশে ইমপ্রেস টেলিফিল্মের পরিবেশনায় মুক্তি পাচ্ছে।ছবিটি পরিচালনায় আছেন নন্দিত নির্মাতা যুগল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের।দুই বাংলায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত এ ছবিটি কলকাতায় মুক্তির পর দারুণ ভাবে আলোচিত হবার পাশাপাশি দারুণ ব্যবসা সফল হয়।কন্ঠ’র বিনিময়ে ওপার বাংলায় যাচ্ছে জয়া আহসান অভিনীত এপার বাংলার ছবি ‘খাঁচা’।
যে সকল প্রেক্ষাগৃহে ‘কণ্ঠ’ ছবিটি দেখা যাবে –
স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, পান্থপথ), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার, ঝিগাতলা) -সকাল ১১:১০, বিকাল ৪:৪০,স্টার সিনেপ্লেক্স (এসকেএস টাওয়ার, মহাখালী)- সকাল ১১:১০, বিকাল ৪:৫০, ব্লকবাস্টার্স সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), বলাকা সিনেওয়ার্ল্ড, মধুমিতা, শ্যামলী সিনেমাস, সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), বর্ষা (জয়দেবপুর), চম্পাকলি (টঙ্গী), আলমাস (চট্টগ্রাম), মম ইন (বগুড়া), ছায়াবানী (ময়মনসিংহ), অভিরুচি (বরিশাল), মনিহার (যশোর), রূপকথা (পাবনা) সোনিয়া (বগুড়া), শংখ (খুলনা), লিবার্টি (খুলনা), মর্ডান (দিনাজপুর), নন্দিতা (সিলেট) ও সিনেমা প্যালেস (চট্টগ্রাম)।
প্রসঙ্গত,’কন্ঠ’ ছবিতে জয়া ছাড়াও আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- পাওলি দাম, শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রমুখ।
রোমান রায়