শারজাহ প্রদেশের সরকারি কর্মকর্তার সাথে বাংলাদেশ সমিতির বৈঠক

সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রদেশ শারজাহ এর সরকারি প্রতিনিধির সাথে বৈঠক করেছে সরকার অনুমোদিত সংগঠন বাংলাদেশ সমিতি শারজাহ শাখার নেতৃবৃন্দ। বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সভাপতি এম এ বাশারের নেতৃত্বে ৪ নভেম্বর সকালে একটি প্রতিনিধি দল শারজাহ সরকারি প্রতিনিধি সেলিম ইউসুফ আল কাইস এর সঙ্গে বৈঠকে অংশ নেন।
বৈঠকে বাংলাদেশ স্কুলের জন্য জমি ও বাংলাদেশীদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধুলার উন্নয়ন সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এসময় শারজাহ সরকারের প্রতিনিধি সেলিম ইউসুফ আল কাইস বলেন, শারজাহ সরকার বাংলাদেশ কমিউনিটির কল্যাণে সমিতির কার্যক্রমে সব সময় পাশে থাকবে।
সৌজন্য : বাংলাদেশ প্রেসক্লাব, ইউএই