স্টার সিনেপ্লেক্স ও ব্র্যাক ইউনিভার্সিটি’র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা

গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্টার সিনেপ্লেক্স ও ব্র্যাক ইউনিভার্সিটি’র যৌথ আয়োজনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে নেয় এআইইউবি’র তানজিল সুলতান খান তুর্য পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দি কল’। প্রথম স্থান অর্জনকারী পুরস্কার হিসেবে ৫০,০০০ টাকা পেয়েছেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় স্থান দখল করে এনএসইউ’র প্রাচীতা আহানা আলম পরিচালিত ‘খিচুড়ি বুরিতো’। আর যৌথভাবে তৃতীয় স্থান পায় ব্র্যাকইউ’র হাসিব ইমতিহান পরিচালিত ‘সোনালি বিকেল’ এবং এমআইএসটি’র অভিষেক স্নিগ্ধা পরিচালিত ‘মেইক ইট ভিজিবল’। বিশেষ পুরষ্কার জয় করে আইইউবি’র ওয়াসি নূর আজার পরিচালিত ‘ডব্লিউ (ডট)বি এ ডিজিটাল সুপার হিরো’।তিন মিনিট দৈর্ঘ্যের প্রতিটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হয়।
এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ‘ডিজিটাল বাংলাদেশ’।
১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিযোগিতার নির্দিষ্ট ফেসবুক পেইজে নির্মাতারা তাদের চলচ্চিত্র আপলোড করেন। জুরি বোর্ডের ৯০ ভাগ এবং ফেইসবুক লাইকের পরিমাণ অনুযায়ী ১০ ভাগ নম্বরের ভিত্তিতে ফলাফল নির্ধারণ করা হয়।
এ প্রতিযোগিতায় জুরি বোর্ডের সদস্য হিসেবে ছিলেন অভিনেত্রী আফসানা মিমি, নির্মাতা সালাহউদ্দিন লাভলু ও চয়নিকা চৌধুরী। দেশের চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করার লক্ষ্যে সৃষ্টিশীল তারুণ্যকে উৎসাহিত করতে স্টার সিনেপ্লেক্স ও ব্র্যাক ইউনিভার্সিটি যৌথভাবে এবার চতুর্থবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করে।
রোমান রায়