ভারতীয় মডেলদের মাঝে একমাত্র বাংলাদেশী মেঘলা মুক্তা

শুরুটা র‌্যাম্পে হাঁটা দিয়ে হলেও বর্তমানে সিনেমার নায়িকা হিসেবেই বেশি পরিচিত মুখ মেঘলা মুক্তা। ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘পাষাণ’, ‘নবাব’সহ বেশ কয়েকটি দেশীয় চলচ্চিত্রে অভিনয় করার পর বর্তমানে ভারতে তেলেগু ভাষার বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করছেন তিনি। এরইমধ্যে তার অভিনীত তেলেগু সিনেমা ‘সাকালাকালা ভাল্লাভুডু’ মুক্তিও পেয়েছে। বর্তমানে নতুন আরেকটি সিনেমার কাজ করছেন তিনি। এরমধ্যে সম্প্রতি বাংলাদেশের নামি ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল হায়দরাবাদে হিটেক্স ফাংশন হলে একটি ফ্যাশন শোর কোরিওগ্রাফি করেন। যেখানে ৪০ জন ভারতীয় মডেলদের মধ্যে একা বাংলাদেশি মডেল হিসেবে র‌্যাম্পে হাঁটেন মেঘলা মুক্তা। সেখান থেকে তিনি মুঠোফোনে বলেন, এটা আমার জন্য বিশাল একটা পাওয়া। এর আগে দেশে বিবি রাসেলের শো করলেও দেশের বাইরে উনার কোরিওগ্রাফিতে বড় প্লাটফরমে প্রথমবার কাজ করলাম। আর শোর আয়োজকরা সেখানকার সিনেমার অভিনেত্রী হিসেবে আমাকে বেশ সম্মানও দিয়েছে। গত ১২ই অক্টোবর হায়দরাবাদে ‘হায়দরাবাদ ডিজাইন ফ্যাশন উইক ২০১৯’ শীর্ষক শোতে বাংলাদেশি মডেল হিসেবে অংশ নেন মেঘলা মুক্তা। এদিকে বর্তমানে নতুন তেলেগু সিনেমা ‘ইয়্যারা চ্যারা’-তে কাজ করছেন এই মডেল-অভিনেত্রী। ভারতের হায়দরাবাদে এর দৃশ্যধারণের কাজ চলছে। সুমনের পরিচালনায় এতে মেঘলার বিপরীতে তামিল নায়ক শ্রীকান্ত অভিনয় করছেন।
রোমান রায়