ভারতের দক্ষিণের অভিনেত্রীদের অন্যতম জনপ্রিয় একজন শ্রুতি হাসান। শুধু অভিনয় না সংগীত জগতেও তার দখল বেশ। পেয়েছেন খ্যাতিও। বলিউডের বেশ কয়েকটি ছবিতেও তাকে দেখা গেছে। স¤প্রতি তেলেগু অভিনেত্রী লক্ষী প্রাসান্নার জনপ্রিয় শো’তে উপস্থিত ছিলেন শ্রæতি। সেখানেই জীবনের অন্ধকার সময়ের কথা বললেন এই নায়িকা। জানালেন, দীর্ঘদিনের প্রেম ভেঙে যাওয়ার পর নেশায় জড়িয়ে পড়েছিলেন এই নায়িকা। সারাদিন নেশা করতেন। যার ফলে সিনেমা থেকে তিনি দূরে সরে যাচ্ছিলেন। শ্রæতি বলেছেন, মদের কারণে তিনি অনেক কিছু হারিয়েছেন। সারাদিন মগ্ন থাকতেন নেশায়। হাত থেকে চলে যাচ্ছিলো তার সমস্ত কাজ। মাত্রাতিরিক্ত হুইস্কি পানের কারণে অনেকবার অসুস্থও হয়ে পড়েন তিনি। ক্যারিয়ারের উপর থেকে মনোযোগ হারিয়ে ফেলেছিলেন তিনি। হাতাছাড়া হতে থাকে একের পর এক কাজ। যার কারণে ক্যারিয়ারে পড়ে দীর্ঘ বিরতি। তবে সাক্ষাৎকারে জানালেন আশার কথা। বললেন, এই বদঅভ্যাস থেকে অনেকটাই দূরে সরে এসেছেন তিনি। এর থেকে মুক্তি নিতে বিদেশে চিকিৎসাও নিয়েছেন তিনি। এখন বেশ ভালো আছেন ধীরে ধীরে ক্যারিয়ারের প্রতি ফোকাসও বাড়াচ্ছেন।
অঞ্জন দাস