৪ বছর পর সিনেমায় অধরা

ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে চিত্র পরিচালক শাহীন সুমন নির্মাণ করছেন ‘পাগলের মতো ভালোবাসি’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আসিফ নূর ও চিত্রনায়িকা অধরা খান। ২০১৬ সালে এর শুটিং শুরু হলেও এখনো কাজ শেষ হয়নি। নির্মাতা জানিয়েছেন, প্রায় ৪ বছর পর ২০২০ সালের জানুয়ারিতে মুক্তি পেতে যাচ্ছে অধরা-আসিফ অভিনীত সিনেমাটি।
সম্প্রতি সিনেমাটির পুনরায় ডাবিংয়ের কাজ শুরু হয়েছে। রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে ডাবিংয়ে অংশ নিয়েছেন আসিফ নূর ও অধরা খানসহ অন্যান্য শিল্পীরা।
আসিফ-অধরা ছাড়াও ‘পাগলের মতো ভালোবাসি’র একটি গুরুত্বপূর্ণ একটি দৃশ্যে অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত। আরাবী ফিল্মস ইন্টারন্যাশনাল প্রযোজিত সিনেমটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ তৈরি করেছেন পরিচালক নিজেই। এর গান লিখেছেন কবির বকুল ও সুদীপ কুমার দীপ এবং সংগীত পরিচালনায় শওকত আলী ইমন এবং আহমেদ হুমায়ুন।
রোমান রায়