নব্যরা আওয়ামী লীগকে হাইজ্যাক করেছে : কবরী

নব্য আওয়ামী লীগাররা আওয়ামী লীগকে হাইজ্যাক করেছে বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র অভিনেতা ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস উপলক্ষে বুধবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সারাহ বেগম কবরী বলেন, আওয়ামী লীগে যেমন নব্য আওয়ামী লীগার আবিষ্কৃত হয়েছে তারা আওয়ামী লীগকে হাইজ্যাক করেছে। তেমনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নামে নব্য বঙ্গবন্ধু প্রেমিক হয়েছে। প্রতিষ্ঠালগ্নে এই সংগঠনে তারা ছিল না, তারা এখন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নাম ব্যবহার করে বিভিন্ন অনুষ্ঠান করছে এবং বঙ্গবন্ধুপ্রেমিক সাজার চেষ্টা করছে।’
আলমগীর কবির