এই প্রজন্মের তরুণ কন্ঠশিল্পী ঐশীর প্রথম অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস’ লেজার ভিশন থেকে প্রকাশিত হয়েছিলো ২০১৫ সালে। ১০টি গান নিয়ে প্রকাশিত হয়েছিল সেই অ্যালবামটি। এবার চার বছর পর ‘ঐশী এক্সপ্রেস ২’ প্রকাশ করতে যাচ্ছেন এই শিল্পী। সেখানেও থাকছে ১০টি গান। ঐশী বলেন, ‘প্রায় এক বছর ধরে অ্যালবামটি নিয়ে কাজ করছি। নয়টি গান রেকর্ড হয়ে গেছে। বাকি একটি গান তৈরির প্রস্তুতি চলছে।’ নয়টি গান হলো, আকাশ, মনের খবর, খুঁজে ফিরি, লাভ ইজ মার্কেট আউট, ভোলামন, ঝিলিমিলি, হৃদয়ের ধন, মন্দাবাসি ও ঘোমটা পরা ড্যান্স। গানগুলো লিখেছেন শফিক তুহিন, লুৎফর হাসান, সোমেশ্বর ওলি, রবিউল ইসলাম, আব্দুল্লাহ শান্ত ও মিনার মাহমুদ । সুর-সংগীত করেছেন শফিক তুহিন, বেলাল খান, আহম্মেদ হুমায়ন, শাহরিয়ার মার্সেল, অরূপ ও অ্যাপিরাস। ‘ঐশী এক্সপ্রেস ২’ নিয়ে এই সংগীতশিল্পী বলেন, ‘আমি বিভিন্ন অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের গান, চলচ্চিত্রের গান করি। যাঁদের হয়ে কাজ করি এগুলো তাঁদের পছন্দের গান । কিন্তু আমারও কিছু পছন্দের গান আছে। ভাবলাম সেই ধরনের গান নিজের মতো করব। তা ছাড়া শ্রোতারা এক ধরনের গান পছন্দ করেন না। একেক জনের পছন্দ একেক রকম। অ্যালবামটি সেভাবেই সাজিয়েছি।’ পর্যায়ক্রমে সব গানের ভিডিও একটি একটি করে বাজারে আসবে। কয়েকটি অডিও ও ভিডিও প্রতিষ্ঠানের সঙ্গেও কথা চলছে অ্যালবামটি নিয়ে।
রোমান রায়