বিক্ষোভ ছবিতে আইটেম কন্যা হিসেবে দেখা যাবে সানি লিওনিকে। ‘সানি সানি’ শিরোনামের সে গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কোনাল। গত মাসের শেষের দিকে কলকাতার লেক টাউনের ফিউশন প্রো স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন তিনি। আর এবার শেষ হলো ‘সানি সানি সানি’ গানের সঙ্গে সানি লিওনির নাচের দৃশ্য ধারণের কাজ।
মুম্বাইয়ের গোরেগাঁও অ্যাঞ্জেল স্টুডিওতে গানের ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়। সানি জানান, গানটি তার কাছে বেশ ভালো লেগেছে। শুধু তাই নয়, সানির স্বামী ড্যানিয়েল ওয়েবারও পছন্দ করেছেন এই গান। সানি লিওনি এই বাংলা গানের সঙ্গে নাচের পাশাপাশি ঠোঁট মেলানোরও চেষ্টা করেছেন। ছবির পরিচালক শামীম বলেন, ‘একটি গানের দৃশ্যের শুটিংয়ের জন্য ১ কোটি টাকার বেশি খরচ। এই টাকায় সাধারণত ঢালিউডে একটা ছবি অনায়াসে নির্মাণ করা যায়। ’
সানির সঙ্গে ছিলেন ঢালিউড নায়ক শান্ত খানসহ সহশিল্পীরা। এই ছবিতে বলিউড অভিনেতা রাহুল দেবকেও দেখা যাবে। রাহুলকে নিয়ে কিছু দৃশ্যের শুটিং হবে মুম্বাইতে।
এদিকে গানটি নিয়ে কোনাল বলেন, ‘গাইতে ভীষণ ভালো লেগেছে। সংগীত পরিচালক আকাশ খুব সুন্দর করে পরিচালনা করেছেন। মজার একটা গান। আশা করছি, এ গান বছরের সেরা নাচের গান হতে পারে।
অঞ্জন দাস