‘ঢাকার চেয়ে কলকাতায় অভিনেত্রীদের সম্মান বেশি’

বাংলাদেশে পরিচিত মুখ জ্যোতিকা জ্যোতি। টলিউডে ব্রেক মিলল এই প্রথমবার। পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ ছবির মাধ্যমে। শ্রীকান্তের ভূমিকায় ঋত্বিক চক্রবর্তী। আর রাজলক্ষীর ভূমিকায় দেখা যাবে জ্যোতিকাকে। ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নায়িকা জানান, এ ছবির জন্য নাকি দেড় বছর ধরে তিনি নিজেকে প্রস্তুত করেছেন। উচ্চারণে মনযোগ দিয়েছেন, ক্ল্যাসিক্যাল নাচের তালিম নিয়েছেন। পাশাপাশি জ্যোতিকা জ্যোতি এও জানান, একজন নারী শিল্পী হিসেবে বাংলাদেশি চলচ্চিত্রের তুলনায় কলকাতার ইন্ডাস্ট্রিতে কাজ করতে তিনি বেশি স্বচ্ছন্দ বোধ করেছেন। তার কথায়, ‘কলকাতায় সবাই পড়াশোনা জানা। এখানে টাইম ও শিডিউল মেনটেন করে চলা হয়। নারী শিল্পী হিসেবে এখানে সম্মানও অনেক বেশি।’ কলকাতায় জ্যোতির প্রথম ছবি ‘রাজলক্ষ্ী ও শ্রীকান্ত’-তে তার নায়ক ঋত্বিক চক্রবর্তী। আরও আছেন রাহুল ব্যানার্জী। প্রথম ছবিতে ঋত্বিকের মতো একজন বড় মাপের অভিনেতা। নার্ভাস লাগেনি? জ্যোতির উত্তর, ‘প্রথম বার ঋত্বিকদাকে দেখে আকাশ থেকে পড়েছিলাম। এত বড় একজন তারকা কী করে এতটা সিম্পল হতে পারেন! কোনো ইগো নেই। তাই কাজের ক্ষেত্রে নার্ভাসও লাগেনি।’
অঞ্জন দাস