দীর্ঘদিন পর নাটকে ফিরলেন নিসা

ছোট পর্দার অভিনেত্রী সাবরিনা সাফি নিসা। নিসা মূলত একজন নৃত্যশিল্পী। নৃত্যশিল্পী হলেও নাটকেই জনপ্রিয়তা পেয়েছেন বেশি। অনেকদিন ধরেই নাটকে অনিয়মিত তিনি। তবে বিভিন্ন নাচের অনুষ্ঠানে দেখা মেলে তার। এরপর ছয় বছরের প্রেম শেষে ২০১২ সালের ডিসেম্বরে ভালোবেসে সাইদুল করিম বাপ্পীকে বিয়ে করেন নিসা। সেই সংসারে ইনসিয়া নামে একটি কন্যা সন্তানও রয়েছে। গেলো বছরের শেষের দিকে প্রথম কন্যা সন্তানের জন্ম দেওয়ায় অনেকটা দিন ধরেই ছিলেন শোবিজের বাইরে। দেখা যায় নি কোন নাটকে। তবে এখন নাচ নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন তিনি। দীর্ঘ অনেকদিন পর আবারও নাটকে ফিরলেন এই অভিনেত্রী। স¤প্রতি শেষ করেছেন বিটিভির একটি নাটক। নাটকের নাম ‘নিঃসঙ্গ নিরাময় কেন্দ্র। নাটকটি রচনা করেছেন রবিউল আলম এবং প্রযোজনা করেছেন মনিরুল হাসান।
নিসা বলেন, অনেকদিন পর নাটকে অভিনয় করলাম। বিটিভিতে সর্বশেষ কাজ করেছিলাম ২০১৭ সালে ‘সফদার ডাক্তার লেন’ ধারাবাহিক নাটকে। এরপর ২০১৮ তে আমার প্রেগন্যান্সির কারনে সব কাজই বন্ধ ছিলো। গত ঈদে হানিফ সংকেতের বিশেষ নাটকে কাজ করেছিলাম। এখন থেকে আবারও নাটকে নিয়মিত হব। নিসা ছাড়াও নাটকে আরও অভিনয় করেছেন নিলয় আলমগীর, তানিয়া আহমেদ মিষ্টি, তারিক আনাম খান প্রমুখ। আগামী ২৮ সেপ্টেম্বর রাত নয়টায় নাটকটি বিটিভিতে প্রচার করা হবে।
এদিকে চলতি বছরের জানুয়ারিতে ‘কেউ তো ছিলো’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিলো তাকে।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে নাটকের মাধ্যমে নিসার মিডিয়াতে পথ চলা শুরু হয়। চ্যানেল আইতে প্রচারিত প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ‘সবুজ সাথী’ নাটকে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। কয়েক বছর বিরতির পর আবার নিসাকে টিভি নাটকে দেখা যায় ২০০৩ সালে। এনটিভিতে প্রচারিত শহিদুজ্জামান সেলিমের ‘স্পর্শের বাইরে’ নাটকের মাধ্যমে আবার অভিনয়ে নিয়মিত হন। ২০০৫ সালে বিনোদন বিচিত্রা ‘বিউটি কনটেস্ট’-এ সেরা সুন্দরীর খেতাবটি জিতে নেন নিসা।
রোমান রায়