হাবিবের নতুন গান ‘ডুবে যাই’

সব সময়ে নিজেকে ভিন্নভাবে উপস্থাপনা করতে পছন্দ করেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। এবারও এর ব্যতিক্রম ঘটলো না। সিনেমাট্যিক অবতারে নিজের নতুন গান ও ভিডিও দিয়ে দর্শক-শ্রোতা-ভক্তদের চমকে দিয়েছেন তিনি।
স¤প্রতি এস এস মিউজিক ক্লাবের ইউটিউবে প্রকাশ পেয়েছে হাবিবের নতুন মিউজিক্যাল ভিডিও ‘ডুবে যাই’। শ্রæতিমধুর গানটির সঙ্গে কক্সবাজারের সমুদ্র পারে চিত্রায়িত নান্দনিক ভিডিওটি সবার নজর কেড়েছে। এরই মধ্যে গানটি ১ লাখ ভিউ অতিক্রম করেছে। পাচ্ছে দর্শক ও শ্রোতাদের প্রশংসা। চমৎকার গানের কথা লিখেছেন ফাওজিয়া সুলতানা পলি। এর সুর ও সংগীতায়োজন হাবিব নিজেই করেছেন। সিনেমার আদলে গানটির ভিডিও নির্মাণ করেছেন ওসমান মিরাজ। এতে হাবিবের সঙ্গে মডেল হয়েছেন নীলাঞ্জনা। কোরিওগ্রাফি রোহান ও বেলালের।
‘ডুবে যাই’ প্রকাশ উপলক্ষে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান এস এস মিউজিক ক্লাবে। যেখান উপস্থিত ছিলেন হাবিব ওয়াহিদ, ফেরদৌস ওয়াহিদ, এস এস মিউজিক ক্লাবের উপদেষ্টা বিলিয়ান বিপ্লব ও নির্মাতা ওসমান মিরাজ। সেখানে কেক কেটে গানটি উন্মুক্ত করা হয়।
‘ডুবে যাই’ নিয়ে হাবিব বলেন, ‘আমার শ্র্রোতা ও ভক্তরা আমার কাছে যেমন গান শুনতে চান ‘ডুবে যাই’ তেমনি একটি গান। এর আগে আমি বেশ কয়েকটি গল্পভিত্তিক ভিডিওতে কাজ করেছি। কিন্তু আমার কাছে মনে হয় গানের সঙ্গে গল্প না মিলিয়ে, গানটি যেমন তার সঙ্গে মিল রেখেই ভিডিও করা উচিৎ। এটি তেমনই। ওসমান মিরাজ দারুণভাবে গানটি উপস্থাপন করেছেন। আশা করছি সব মিলিয়ে ‘ডুবে যাই’ উপভোগ্য হবে।’
ওসমান মিরাজ বলেন, ‘হাবিব ভাইয়ের মতো বাংলা গানের বিখ্যাত একজন সংগীতশিল্পীর সঙ্গে কাজ করতে পেয়ে আমি আনন্দিত।’ এস এস মিউজিক ক্লাবের উপদেষ্টা বিলিয়ান বিপ্লব বলেন, ‘হাবিব হলেন বাংলা গানের রোমান্টিক বয়। তার গান শুনলেই মনের মধ্যে প্রেম জেগে উঠে। ‘ডুবে যাই’ আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি দর্শক-শ্রোতাদের কাছেও ভালো লাগবে।’ জানা যায়, ‘ডুবে যাই’ ছাড়াও এস এস মিউজিক ক্লাবের ব্যানারে হাবিব ওয়াহিদের আরও বেশকিছু গান প্রকাশ পেতে যাচ্ছে শিগগিরই।
রোমান রায়