চালককে ১২ লাখের গাড়ি উপহার দিলেন আনুশকা

ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন, যাদের সম্পত্তির পরিমাণ কোটি কোটি টাকা। এটা নতুন কিছু নয়। কিন্তু আজ বলব এমন এক অভিনেত্রীর কথা যিনি তার গাড়ির চালককেই উপহার দিয়েছেন ১২ লক্ষ টাকা দামের গাড়ি। বাহুবলী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেট্টি সম্প্রতি তার গাড়ির চালকের জন্মদিনে একটি ১২ লক্ষ টাকা দামের গাড়ি উপহার দিয়েছেন। আনুশকা নিজেই বিলাসবহুল গাড়ি চড়তে ভালোবাসেন। ২১ লাখের টয়োটা করোলা থেকে ৬৬ লাখের বিএমডাব্লু আছে তার গ্যারাজে। শুধু গাড়ি নয়, আনুশকার বাংলোটি চোখ ধাঁধিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ১২ কোটির বাংলোয় থাকেন তিনি। তবে বিপুল সম্পত্তি থাকলেও আনুশকার ব্যবহার অত্যন্ত ভদ্র ও সাদাসিদে বলে জানিয়েছেন তার পরিচিতরা।
অঞ্জন রায়