সুৃইমিংপুলের পানিতে সিক্ত সুবা পুঞ্জা

দক্ষিণের অভিনেত্রীদের অভিনয় গুণের চেয়ে যে জিনিসটা চোখে পড়ে ভক্তদের সেটা হলো হলো তাদের অমিত রূপ ও সৌন্দর্য। এমনি একজন অভিনেত্রী সুবা পুঞ্জা। তিনি অভিনয় দিয়ে দর্শকদের চাহিদা পূরণ করতে না পারলেও তার রূপে -সৌন্দর্যে মাতোয়ারা হন ভক্তরা। সে জন্য মাঝে মাঝে তিনি বিভিন্ন ধরনের উত্তেজক ছবি প্রকাশ করেন। তারই ধারাবাহিকতায় সুইমিং পুলে গোসলরত ছবি প্রকাশ করে তিনি দর্শকদের মাঝে সাড়া ফেলেছেন। শুধু দর্শকদের জন্য নয় নিজের মনের ক্লান্তি দূর করতে সুবা সুইমিংপুলে সময় কাটিয়ে পানিতে শীতল হন। সে সঙ্গে প্রকৃতির নন্দন কাননে নিজেকে মেলে ধরেন তিনি।
অঞ্জন দাস