বুবলী এবার বিজ্ঞাপনচিত্রে

এতদিন বড় পর্দায় কাজ করেছেন শবনম বুবলী। তবে এবার ভিন্ন সাজে ছোট পর্দার দর্শকদের জন্য হাজির হবেন তিনি। প্রসাধন পণ্য তিব্বত বিউটি সোপের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। কলকাতায় গত ২৭ ও ২৮শে ফেব্রুয়ারি এর শুটিং হয়েছে বলে জানান বুবলী। তিনি বলেন, এবারই প্রথম বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করলাম। এটা সত্যিই ভিন্ন রকম একটা অনুভূতি।
ভারতের কলকাতায় শুটিং হয়েছে এই বিজ্ঞাপনটির। পরিচালনা করেছেন সৌনক মিত্র। এর আগেও বেশকিছু বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু ভালো পণ্যের জন্য অপেক্ষা করেছিলাম। এই কাজটি আমার পছন্দ হওয়ায় রাজি হয়ে গেলাম। আশা করি, দর্শকদেরও পছন্দ হবে এটি। তিনি আরো জানান, বিজ্ঞাপনচিত্রে অল্প সময়ে পুরো গল্প তুলে আনতে হয়। তাই কাজটা এত সহজ না। চলতি মাসের শেষ দিকে বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপনচিত্রটির প্রচার শুরু হবে। উল্লেখ্য, এ পর্যন্ত শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’, ‘শুটার’, ‘রংবাজ’ ও ‘অহংকার’ নামে চারটি ছবি মুক্তি পেয়েছে বুবলীর। আর কয়েকদিন আগে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ নামে একটি ছবির কাজ শেষ হয়েছে। এরই মধ্যে আরো দুটি ছবিতে জুটি গড়তে যাচ্ছেন শাকিব খান ও বুবলী। ছবি দুটি হলো ‘ক্যাপ্টেন খান’ ও ‘আমার স্বপ্ন আমার দেশ’। দুটি ছবিরই প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। তারা জানিয়েছে, চলতি মাসের মাঝামাঝি ছবি দুটির মহরত হবে। এ ছবি দুটির মধ্যে ‘ক্যাপ্টেন খান’ ওয়াজেদ আলী সুমন এবং ‘আমার স্বপ্ন আমার দেশ’ পরিচালনা করবেন কাজী হায়াৎ। এটি হবে কাজী হায়াতের ৫০তম ছবি। আগামী ২রা মে থেকে টানা শুটিং করে ছবির কাজ দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন পরিচালক।
আলমগীর কবির