ক্লোজআপ কাছে আসার গল্পের নাটক ‘তবুও ভালোবাসি’ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কানামাছি’তে দারুণ প্রশংসিত হয়েছেন। ফুরফুরে মেজাজে আছেন সাফা কবির।
এত দিন পর্দায় তাঁকে শহুরে টিনএজ চরিত্রেই বেশি দেখা যেত। গেল বছর থেকে নিজেকে আমূল বদলে ফেলেছেন। কী পরিবর্তন? নভেম্বরে প্রচারিত হলো মাবরুর রশীদ বান্নাহর নাটক ‘আমাদের গল্পটা এমনও হতে পারতো’। এখানে তিনি মফস্বলের সহজ-সরল প্রেমিকা। দারুণ জনপ্রিয় হলো নাটকটি। সামাজিক যোগাযোগের মাধ্যমে নাটকটির বিভিন্ন অংশ ছড়িয়ে দেয় ভক্তরা। প্রথমবারের মতো গানের ভিডিওতেও মডেল হলেন ইমরানের গান ‘এমন একটা তুমি চাই’। মাত্র ২৫ দিনে গানটির ভিডিও ইউটিউবে দেখা হয়েছে প্রায় অর্ধকোটিবার। তাঁর বদলে যাওয়ার আরো প্রমাণ আছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কানামাছি’ ও ‘অক্ষর’-এ। প্রথমটিতে তিনি দৃষ্টিপ্রতিবন্ধী, দ্বিতীয়টিতে নিরক্ষর মেয়ে। ‘মাঝখানে অভিনয় করা কমিয়ে দিয়েছিলাম। একঘেয়েমিতে ভুগছিলাম। সিদ্ধান্ত নিলাম যদি নতুন কিছু করতে পারি তবেই অভিনয়টা কন্টিনিউ করব। শহরের আদুরে মেয়ের চরিত্র করতে করতে আমি ক্লান্ত। অনেকেই অভিযোগ করত, শাড়ি পরা কোনো চরিত্রে আমাকে কেন দেখা যায় না? গ্রামীণ পটভূমির নাটকে দেখি না কেন? গত কয়েক দিনে ভক্তদের এই আবদার রাখার চেষ্টাই করেছি। ফলও পেলাম হাতেনাতে’, বললেন সাফা।
তাই বলে শহুরে মেয়ের চরিত্রে অভিনয় একেবারে বাদ দেননি, করেছেন ভালোবাসা দিবসে ক্লোজআপ কাছে আসার গল্পের নাটক ‘তবুও ভালোবাসি’। সাফা বলেন, ‘এখানেও নতুন কিছু ছিল। সে কারণেই দর্শক পছন্দ করেছে।’ টিভি নাটকের পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ওয়েব সিরিজেও নিয়মিত হয়েছেন। ‘দেয়াল’, ‘অক্ষর’, ‘কানামাছি’ এগুলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ওয়েব সিরিজ ‘বাঘবন্দি’। ‘পর্দা কোনো বিষয় নয়। পাঁচ মিনিটের জন্যও যদি পর্দায় আসি সেখানে যেন নিজেকে প্রমাণ করতে পারি, এটাই আসল কাজ’, বললেন সাফা। সামনেই আসছে ভিকি জাহেদের ‘উষ্ণের আত্মহত্যা’। ছয় পর্বের এই ওয়েব সিরিজে সাফার বিপরীতে আছেন তৌসিফ মাহবুব। একই পরিচালকের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জন্ম’র পোস্টার প্রকাশ পেয়েছে সম্প্রতি। পোস্টারে প্রশংসিত হয়েছে সাফার লুক। এখানে সাফা রাজাকারের মেয়ের চরিত্রে, তাঁর নায়ক জোভান। ইদানীং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছাটা ক্রমেই বাড়ছে সাফার। বলেন, ‘সাম্প্রতিক কিছু সিনেমা দেখে আমি মুগ্ধ। মনের মতো গল্প পেলে অভিনয় করব। দেখা যাক আমার স্বপ্নপূরণে কেউ এগিয়ে আসেন কি না।’