সাতকানিয়ায় নদীর ভাঙন পরিদর্শনে পানি সম্পদ উপমন্ত্রী

নদী তীরবর্তী মানুষের দুঃখ বুঝেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাই ভাঙন কবলিত ভিট বাড়ি ও ফসলী জমি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমি জননেত্রীর পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি।
দুপুরে সাতকানিয়া চন্দনাইশের দুঃখ নামে পরিচিত শঙ্খ নদীর ভাঙন পরিদর্শন করার সময় এক সমাবেশে এ কথা বলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপ-মন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম। তিনি সাতকানিয়ার নলুয়া ও আমিলাইশ ইউনিয়নের নদী তীরবর্তী এলাকা গুলো সরেজমিনে পরিদর্শন করেন এবং এলাকাবাসীকে শঙ্খ নদীটির ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব, সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, আওয়ামী লীগ নেতা নুরুল আবসার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
রোমান রায়