জয়ার ‘ভুতপুরী’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবার দর্শকদের চমক দিতে চলেছেন সম্পূর্ণ এক নয়া অবতারে। ওপার বাংলার প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসের প্রযোজনাতে জয়া আহসান এবার আসছেন “ভূতপরী” হয়ে। সিনেমা পরিচালনায় থাকছেন সৌকর্য ঘোষাল, গল্পটিও লিখেছেন পরিচালক নিজে। বাংলাতে এই হরর জনারে কাজের সংখ্যা আগের থেকে কিছুটা বেড়েছে আর এটা অবশ্যই একটা ভালো দিক। এই গল্পটি আসলে এক ভূতের আত্মকথন, তিনি ১৯৪৭ সালে কোনভাবে মারা যান এবং ২০১৯-এ সেই অতৃপ্ত আত্মার সাথে সাক্ষাৎ হয় এক বাচ্চা ছেলের, যার হাত ধরে সে ঐ মারা যাওয়ার কারণ অনুসন্ধান করতে করতে আবিষ্কার করেন যে সেটা স্বাভাবিক মৃত্যু ছিল না, খুন ছিল !! অর্থাৎ বুঝতেই পারছেন শুধুমাত্র এক ভূতের গল্প নয় তার সাথে ক্রাইম-থ্রিলারও জড়িয়ে আছে।
এই ‘ভূতপরী’র ভূমিকাতে দেখা যাবে জয়া আহসান-কে। এইরকম ভূতের চরিত্রে তাঁকে আগে কখনো দেখা যায়নি এবং পোস্টারে তাঁর লুক ভয় পাওয়ানোর জন্য যথেষ্ট! গল্পে তিনি যে ছোট্ট ছেলেটির সাহায্যে নিজের অতীতের রহস্য উদ্ঘাটন করেন সেই ছেলেটির আবার ঘুমে হাঁটার অভ্যেস আছে। এবং ওর সাথে মূলাকাত হয় এই ৭০ বছর ধরে সময়ের বেড়াজালে আটকে থাকা ‘ভূতপরী’র, এমনকি এই দুজনের স্বপ্ন দেখার বিষয়বস্তুও ছিল এক তবে সেটা কি বিষয় নিয়ে সেটা সিনেমা রিলিজ হওয়া অবধি অপেক্ষা করতেই হবে। যতটুকু বোঝা যাচ্ছে একদিকে ভূতের ভয় অন্যদিকে রহস্যের গন্ধে সৌকর্যের ‘ভূতপরী’ কিন্তু নজর কাড়তে চলেছে। ছোট্ট ছেলেটির ভূমিকাতে আমরা পাচ্ছি বিশান্তক মুখার্জি-কে এছাড়াও এই সিনেমাতে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি। সিনেমাটির শুটিং শুরু হচ্ছে আগামী ২৬ তারিখ থেকে এবং আরেকটি চমক হল এই সিনেমা প্রেজেন্ট করছেন কোয়েল মল্লিক স্বয়ং এতএব দর্শকরা অপেক্ষা করতেই পারেন এক অসাধারণ গল্প পাওয়ার জন্য। “ভূতপরী” দিয়ে জয়া আহসান শুধু দর্শকদের ভয়ই দেখাবেন আরো চমক দেয়ার অপেক্ষায় রাখবেন”
রোমান রায়