‘মিশন মঙ্গল’র আয় ২৯ কোটি রুপি

‘মঙ্গলযান’ পাঠাতে প্রথম পদক্ষেপেই সফল হয় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’র (স্পেস রিসার্চ অর্গানাইজেশন) বিজ্ঞানীরা। কম খরচেই সফল হয়ে ভারতের মঙ্গল অভিযান। ‘মিশন মঙ্গল’ এর সেই গল্প নিয়ে নির্মাণ করা হয় সিনেমা ‘মিশন মঙ্গল’।
অক্ষয় কুমার অভিনীত সিনেমাটি ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট ৩ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে। বলিউডের বাণিজ্যিক বিশেষজ্ঞ তরণ আদর্শ টুইটারে এ তথ্য জানিয়েছেন, মুক্তির প্রথম দিনেই বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে সিনেমাটি। মুক্তির দিনেই সিনেমাটি আয় করেছে ২৯ কোটি ১৬ লাখ রুপি।
এর আগে এর আগে অক্ষয়ের কোনও ছবিই মুক্তির প্রথম দিনে বক্স অফিসে এই পরিমান ব্যবসা করেনি। তাই ছবির এমন সাফল্যে বেশ উচ্ছসিত অক্ষয়। ছবিটি শিগগিরই ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলবে বলেই মনে করছেন ভারতীয় চলচ্চিত্র সমালোচকরা।
সিনেমাটিতে অক্ষয় কুমার অভিনয় করেছেন ইন্ডিয়ান স্পেস এবং রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) প্রজেক্ট ডিরেক্টরের পদে । গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান, সোনাক্ষী সিনহা, তাপসী পান্নু, শারমান জোশি, কীর্তি কুলহারি ও নিত্যা মেনন। মঙ্গল অভিযানের বিষয়ের উপর তৈরি এটি বলিউডের প্রথম ফিল্ম।
অঞ্জন দাস