নায়িকা পরী’র মানবিকতা

অভিনয় আর সৌন্দর্য্য গুণে অনেক আগেই সকলের মন জয় করে নিয়েছেন তিনি। তাঁর উদারতা, সহানুভূতি এবং মানবিক সবকিছু যেনো রূপকথার পরী’কে ছাড়িয়ে গিয়েছেন এই মর্ত্যলোকের পরী।এই মর্ত্যলোকের পরী হচ্ছেন আমাদের রূপালী জগতের সবার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। সর্বদা গরীব দুঃখীনিদের জন্য তাঁর মন কাঁদে। সব সময়ই তাঁদের পাশে থাকার চেষ্টা করেন তিনি। তাই তো নিজের দ্বিতীয় পরিবার এফডিসিতে ২০১৬ সাল থেকে অসচ্ছল চলচ্চিত্র কর্মীদের জন্য কোরবানি দিয়ে আসছেন তিনি। এবার ঈদের আগে ‘বিশ্বসুন্দরী’ ছবির শুটিংয়ের কারণে তিনি ছিলেন ঢাকার বাইরে।কিন্তু নিজের কাজের পাশাপাশিও সবার জন্য কিছু করতে তিনি কখনোই ভুলেন না,তারই প্রমাণ তিনি দেখিয়ে দিলেন। ঈদের আগ রাত আনুমানিক সাড়ে ১১টায় পরীর পক্ষ থেকে চারটি গরু নেওয়া হয় এফডিসিতে। সকাল ৯টায় গরুগুলো কোবরানি দেওয়া হয়। এরপর পরীর উপস্থিতিতে সবার মধ্যে তা বিতরণ করা হয়। অসচ্ছল চলচ্চিত্র কর্মীদের খোঁজ-খবরও নেন পরীমনি। ঈদের দিন পরীকে পেয়ে সবাই খুশি ছিলেন।
পরী জানান, ‘আমি সব সময়ই বলি, এফডিসি হচ্ছে আমার দ্বিতীয় পরিবার। যত দিন বাঁচব, এই পরিবারের সুখে-দুঃখে সঙ্গেই থাকব। এফডিসিতে নিয়মিত কোরবানি দিয়ে যা।’
জানা গেছে, ঈদের আগের দিন রাতে রাজধানীর কমলাপুর গরুর হাটে থেকে চারটি গরু কেনেন পরী। এ সময় তার সঙ্গে ছিলেন নির্মাতা অপূর্ব রানা।
তিনি বলেন, ‘প্রতিবছরই পরীর গরু কোরবানির দায়িত্বটা আমাকে পালন করতে হয়। এ বছরও তাই হয়েছে। কোরবানির জন্য সুন্দর দেখে চারটি গরু কেনা হয়। গরুগুলো পরী নিজেই পছন্দ করেছে। গতকাল মাংস বিতরণ শেষে পরীর কথা মতো, গরুর চামড়াগুলো মগবাজারের এতিমখানায় দেওয়া হয়েছে।’
এদিকে, ‘বিশ্বসুন্দরী’ ছবিতে পরীর বিপরীতে অভিনয় করছেন সিয়াম আহমেদ। রুম্মান রশীদ খানের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপে এটি নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। এতে আরও অভিনয় করছেন- চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদসহ অনেকে। ছবিটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।
রোমান রায়