আবারো গানে ফিরেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি। দীর্ঘ দুই বছর পর কণ্ঠ দিয়েছেন নতুন গানে। শিরোনাম ‘গভীরে নামি’। এতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সাবরিনা। জাহিদ আকবরের কথায় গানটির সুর-সংগীত করেছেন আরফিন রুমি নিজেই।
রোমান্টিক ঘরানার এই গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। আরফিন রুমি বলেন, ‘সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা, তিনি আমাকে আবার গানে মনোযোগী করেছেন। অনেকটা সময় নিয়ে “গভীরে নামি” গানটি করেছি। সাবরিনার গায়কী অসাধারণ। এই সময়ে নারী কণ্ঠের বড় অভাব। সাবরিনা সেই অভাব পূরণ করতে পারবে বলে আমি মনে করি। আমার বিশ্বাস, গানটি শ্রোতারা পছন্দ করবেন।’
রোমান রায়