কিছুদিন আগেই প্রকাশ হয় এ প্রজন্মের গ্ল্যামারাস কণ্ঠশিল্পী বেলী আফরোজের নতুন গান ‘বেদের মেয়ে জোসনা রিটার্নস’। গায়কী এবং এর ভিডিওতে তার পারফরমেন্স প্রশংসিত হয় শ্রোতা-দর্শকমহলে। এবার নতুন চমক নিয়ে আসছেন এ শিল্পী। আসছে ঈদেই প্রকাশ হতে যাচ্ছে তার নতুন গান। এর শিরোনাম ‘ও পরানের বন্ধু’। আবদুর গফুর হালীর লেখা ও সুরের এ গানটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। আর এ গানটির ভিডিওতেও পারফরম করতে দেখা যাবে বেলীকে। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।এটি বেলী প্রকাশ করবেন নিজের নামের ইউটিউব চ্যানেলে। বেলী আফরোজ বলেন, গানটি গাওয়ার পর অনেকেই এর বেশ প্রশংসা করেছেন। এ জন্যই এর ভিডিওর কাজ করলাম। আর এখানেও বরাবরের মতো আমিই পারফরম করেছি। তবে বেশ ভিন্নলুকে দর্শক আমাকে দেখতে পাবেন। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার। এদিকে এখন থেকে নিজের ই্উটিউব চ্যানেলেই বেশি গান প্রকাশ করবেন বলে জানালেন বেলী। তিনি বলেন, এখন থেকে আমি নতুন গান নিয়মিত করবো। এরইমধ্যে বেশ কিছু পরিকল্পনা হয়ে গেছে গানের। আমার চ্যানেল থেকেই গানগুলো করবো। কারণ আমার গানের স্বত্ব আমার কাছেই রাখতে চাই। সেদিক থেকে চ্যানেলেই এখন থেকে গান প্রকাশ করার ইচ্ছে আমার। তারই ধারাবাহিকতায় ‘ও পরানের বন্ধু’ গানটি করা।
রোমান রায়