উচ্ছ্বসিত নুসরাত ফারিয়া

শুক্রবার ২৬ জুলাই বাংলাদেশ মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত কলকাতার ছবি ‘বিবাহ অভিযান’। দেশের ৫৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বিরসা দাশগুপ্ত পরিচালিত এই সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া।
ছবিটির মাধ্যমে রুপালী পর্দায় দ্বিতীয়বারের মতো অঙ্কুশের বিপরীতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। প্রথম দিনে দর্শকদের এমন সাড়া পেয়ে আমরা সত্যিই অভিভূত, উচ্ছ্বসিত। আশা করছি, এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে’ বলেন নুসরাত।
তিনি বলেন, ‘আমরা দুপুরে সিনেমা হলে দর্শকদের সঙ্গে সিনেমা দেখেছি। প্রায় সবাই আমাদের সিনেমার গল্পটা পছন্দ করেছেন। তাছাড়া অভিনয় শিল্পীরাও প্রশংসা পাচ্ছেন। দুপুর পর্যন্ত শো মোটামুটি ভালো গেছে। পরে বিকেলের শোগুলো হাউজফুল হওয়ার খবর পেয়েছি’।
জানা যায়, বিবাহ অভিযান ছবিতে নুসরাত ফারিয়াকে স্ট্রেট ফরোয়ার্ড একজন মেয়ের চরিত্রে দেখা গেছে। বিরসা দাশ গুপ্তের এই ছবিতে ফারিয়া ও অঙ্কুশ ছাড়াও আরও অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার, অনির্বাণ ভট্টাচার্যের মতো তারকারা। রোম্যান্টিক কমেডি ঘরানার এই ছবির গল্প, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন অভিনেতা রুদ্রনীল। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা গানে সুরারোপ করছেন জিৎ গঙ্গোপাধ্যায়। ছবিটি প্রযোজনা করছে এসভিএফ।
‘বিবাহ অভিযান’। বাংলাদেশে করেছেন আমদানিকারক তিতাস কথাচিত্র।আর পরিবেশনার দায়িত্বে কাজ করছে প্রাইম প্রোডাকশনস।
রোমান রায়