জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যের হাত ধরে টলিউডে আসতে চলেছে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’। কিন্তু রাজলক্ষ্মী ও শ্রীকান্ত আসছে একেবারে অন্য মোড়কে। পরিচালকের সম্পূর্ণ ভিন্ন ভাবনার প্রকাশ দেখা যাবে ছবিতে।
পরিচালক জানিয়েছেন, বাংলার বিশিষ্ট কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজলক্ষী ও শ্রীকান্ত তাঁকে সেই ছেলেবেলা থেকে বারবার একটা টানাপোড়েনের মাঝে নিয়ে গেছে। সেই টানাপোড়েন থেকেই জন্ম নিতে চলেছে রাজলক্ষ্মী শ্রীকান্ত’।
ছবিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর মূল লেখার সঙ্গে সাদৃশ্য না থাকলেও মূল উপন্যাসের বহু চরিত্র রয়েছে রাজল²ী ও শ্রীকান্ততে। চলচ্চিত্রের প্রয়োজনে কিছু কিছু চরিত্র সংযোজিত করা হয়েছে। ছবিতে এপার–-ওপার দু–পারের অভিনেতা অভিনেত্রীই অভিনয় করছেন। শ্রীকান্ত চরিত্রে অভিনয় করেছেন প্রখ্যাত বাংলা চলচ্চিত্র অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। যিনি কৌশিক গাঙ্গুলির ‘নগরকীর্তন’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে রাজল²ী চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জ্যোতিকা।
জ্যোতিকা– ঋত্বিক জুটি এবার জমে উঠবে রাজলল²ী শ্রীকান্ত চরিত্রে। উপন্যাস (প্রথম পর্ব) এর ভাবনা নিয়ে ছবির গল্প টানটান ভাবে এগিয়ে গেছে।
জ্যোতিকার অভিনয় এর ছোঁয়ায় রাজলক্ষ্মী হয়ে উঠেছে এক জীবন্ত চরিত্র প্রতিটা মুহূর্তে।
এই ছবিতে প্রখ্যাত অভিনেতা ঋত্বিক নিজেকে ভেঙে গড়েছেন। এমন চরিত্রে তাঁকে পূর্বে কখনো দেখা যায়নি। জানিয়েছেন প্রদীপ্ত বাবু।
শ্রীকান্ত রূপে ঋত্বিককে একেবারেই অন্য ভাবে দর্শক যে পাবে, তা ক্লোজডোর শোতেই বোঝা গেছে।
প্রশংসার দাবি রেখেছেন সায়ন ঘোষ। যিনি দামাল ইন্দ্রনাথের চরিত্রে অভিনয় করেছেন। অন্যান্য কলা কুশলিদের মধ্যে রয়েছেন অপরাজিতা ঘোষ, অমিত সাহা প্রমুখ।
প্রতিটা চরিত্র একেবারেই নিপুণ হাতে বোনা। গল্প বলার এক নতুনত্বের আঙ্গিক এর জন্য দর্শক নতুন স্বাদ উপলব্ধি করবে।
তাছাড়া রাজলক্ষী–শ্রীকান্ততে থাকছে লোকসংগীত ও ক্লাসিকাল গান। সোহিনী চক্রবর্তী, তিমির বিশ্বাস, বাবলু সাঁই এবং কানাই দাস বাউলের গান দর্শককে আসন ছেড়ে নড়তে দেবে না। এখন শুধু অপেক্ষা মুক্তির অপেক্ষা !
রোমান রায়