মিয়া ভাই। এই একটি শব্দ দিয়েই তাঁকে চিনে নেয়া যায়। তিনি ফারুক। পুরো নাম আকবর হোসেন পাঠান দুলু। প্রয়াত হবার আগে, ছিলেন ঢাকা ১৭ আসনের মাননীয় সাংসদ। আমার এবং বন্ধু দীপেনের সাংবাদিকতার গোড়াপত্তন লগ্নে যে নায়কটির অসম্ভব ভালোবাসা ও স্নেহ আমরা দুজন পেয়েছিলাম। একদম বড়ো ভাইয়ের মতো। মন খুলে আমাদের বলতেন, তাঁর মনের যত কথা। কোন ভনিতা ছিল না। এইচ আকবর পরিচালিত “জলছবি” চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে তাঁর অভিষেক ঘটে। স্বাধীনতার পর আলোর মিছিল, লাঠিয়াল, নয়ন মনি, সুজন সখি, সারেং বউ, গোলাপী এখন ট্রেনে, সাহেব, সূর্য গ্রহণ এমন সব কালজয়ী, নান্দনিক ও বানিজ্য সফল ছবির মধ্য দিয়ে তিনি পৌঁছে যান শীর্ষ নায়কদের কাতারে। জাতীয় পুরস্কার সহ পেয়েছেন আজীবন সম্মাননা, বাচসাস ছাড়াও পেয়েছেন আরও অনেক পুরস্কার, পদক ও সম্মাননা। ফারুক ভাই দীর্ঘদিন ধরে জটিল ব্যাধিতে আক্রান্ত হয়ে সিংগাপুরে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হবার পর এটাই তাঁর প্রথম জন্মদিন। তাঁর স্মৃতির প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা ও শুভেচ্ছা। প্রার্থনা করি মহান আল্লাহ যেন তাঁর সকল গুনাহ মাফ করেন এবং বেহেশত নসীব করেন।
মুজতবা সউদ