জন্মদিনের শুভেচ্ছা

মাধুরী দীক্ষিত। আমার মনে হয়না, এই উপমহাদেশের মানুষের কাছে তাঁর সম্পর্কে নতুন করে কিছু বলার প্রয়োজন পড়ে। আমার বন্ধু যারা রয়েছেন, তারা জানেন আমার চেয়েও ঢের বেশি। ১৯৮৪ সালে অবোধ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে, চলচ্চিত্রে অভিষেক ঘটে মাধুরী দীক্ষিতের। এরপর আরও কয়েকটি ছবিতে অভিনয় করলেও দর্শকদের নজরে আসতে পারেননি। ১৯৮৮ সালে তেজাব ছবির ব্যাপক সাফল্যের পাশাপাশি তার অভিনয় এবং নাচ সবার টনক নড়িয়ে দেয়। এরপর থেকে উনিশ শতকের শেষ অব্দি হিন্দি চলচ্চিত্রের দাপুটে নায়িকা হিসেবে একচ্ছত্র প্রভাব বিস্তার করে রেখেছিলেন তিনি। ছিলেন সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত নায়িকা। অভিনয় করেছেন প্রায় সত্তুরটির বেশি ছবিতে। অর্জন করেছেন ভারতের পদ্মশ্রী পদক। ছয়বার পেয়েছেন ফিল্ম ফেয়ার পুরস্কার। ফোর্বস কর্তৃক ১০০ সেরা নায়িকার তালিকায় সাতবার উঠে এসেছে মাধুরী দীক্ষিত এর নাম। ১৯৬৭ সালের ১৫ মে, মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিনের শুভেচ্ছা মাধুরী দীক্ষিত এঁর প্রতি।

মুজতবা সউদ