ঈদের পারফেক্ট ছবি নোলক

“আমার ক্যারিয়ারে অন্যতম সেরা এক চরিত্রে আমি নোলক’কে কাজ করেছি।যা আগে কখনো কোনো সিনেমায় এতো ভালো কোনো চরিত্রে কাজ করিনি।শুধু আমি একা নই,পুরো ‘নোলক’ সিনেমার এমন মৌলিক একটা গল্পে সবার চরিত্রগুলো দর্শকরা সব সময় মনে রাখবে।এমনি শাকিব খান ভাই একজন বড় মাপের তারকা উনিও অনেক সিনেমা’তে কাজ করেছেন,কিন্তু আমি মনে করি ‘নোলক’ শাকিব ভাইয়ের ওয়ান অব দ্য ফাইনেস্ট ওয়ার্ক।”এই কথাগুলো বলছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ২৬ মে তার অভিনীত আসন্ন ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘নোলক’ এর এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এবং সেখানে তিনি ‘নোলক’ সিনেমা নিয়ে নানান কথায় আরো বলেন, অনেকেই নাকি বলছেন ‘নোলক’ ঈদের সিনেমা না। এটা কেমন কথা! ভালো বাজেটের ভালো সিনেমা মানেই তো ঈদের সিনেমা। আমি মনে করে নোলক’র মতো ভালো মানের সিনেমা বড় পরিসরে মুক্তি দেয়ার মতো ঈদের পারফেক্ট সিনেমা। ঈদ হচ্ছে আমাদের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল ভালো সিনেমা তো ঈদেই মুক্তি পাবে।’ নোলক’ সিনেমায় কাজ করতে গিয়ে আমার এই উপলব্ধি হয়েছে আমার ও শাকিব ভাইয়ের জুটির আগের সিনেমায় তুলনায় এই সিনেমায় পরিপূর্ণ সবকিছুই পাবেন।রোমান্স,ফান,ট্র্যাজিডি সবকিছুই থাকবে।আসলে ‘নোলক’ এমন একটি সিনেমা যা পুরোপুরি বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করে নির্মিত।আমরা বাহিরের দেশের সিনেমা দেখে অনেক গর্ব করি এবং ভালো সিনেমা মারদাঙ্গা এমন কতো কিছু বলে থাকি।কিন্তু এতে আমাদের গর্বের কিছু নেই।আমরা আমাদের দেশীয় সিনেমা দেখবো দেশের সিনেমার সাথে থাকো।আমি মনে করি ‘নোলক’ দেখার পর সবার এমনি ধারণা তৈরি হবে। এর আগে আমি নিজেও কোনো এমন মৌলিক গল্পের এতো সুন্দর চরিত্রে কাজ করিনি।আমরা সব সময় ভালো কাজের কাঙাল,দেখা যায় আমার এমন ভালো ভালো কাজ করবো আমরা না থাকলেও দর্শক আমাদের কাজ দিয়ে মনে রাখবে।আমি আরো প্রশংসা করতে চাই আমাদের নবীন প্রযোজক পরিচালক সাকিব সনেটের উনি কাজটা যথাসাধ্য চেষ্টা করেছেন একটা ভালো কাজ উপহার দেয়ার জন্য।অনেক সময় দেখা যায় কাজটায় কপি থাকে,শেষের দিকে এসে তাড়াহুড়ো করে দৃশ্যয়ান করে।কিন্তু আমাদের পরিচালক তা করেনি,উনি সময় নিয়ে ভালো ভাবে কাজটা করেছেন।ভালো কাজ করলে শত্রু হবেই,তেমনি নোলকের ক্ষেত্রেও হয়েছে।কিন্তু তিনি কাজ করতে গিয়ে গল্পে বা শিল্পীদের সাথে কোনো সমস্যা হয় নাই।সিনেমার বাহিরে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে।তাকে সবাই সাপোর্ট দিবেন যাতে করে সামনে উনি আরো ভালো ভালো সিনেমা নির্মাণ করতে পারেন।আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই যারা নোলক’কে ভালো সিনেমা আখ্যা দিয়ে লিখেছেন বা বলে প্রশংসা করছেন।’নোলক’ এর প্রীতি সম্মিলনে আরো উপস্থিত ছিলেন-ওমর সানি,শহীদুল ইসলাম সাচ্চু,ডিএ তায়েব,পরিচালক সাকিব সনেট,ফেরারী ফরহাদ,আহমেদ হুমায়ুনসহ আরো অনেকে।পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেছেন চিত্রনাট্যকার ও উপস্থাপক রুম্মান রশীদ খান।সাকিব সনেটের পরিচালনায় নোলকে শাকিব খান ও ববি ছাড়া আরো অভিনয় করেছেন-ওমর সানি,মৌসুমী,তারিক আনাম খান,নিমা রহমান,শহীদুল ইসলাম সাচ্চু,রেবেকা,রজতাভ দত্ত,সুপ্রিয় দত্ত সহ আরো অনেকে।
রোমান রায়