বেশ কয়েক বছর ধরে টেলিভিশন নাটকে কাজ করছেন বর্তমান প্রজন্মের অভিনেত্রী মৌরিতা জুঁই। পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও কাজ করছেন তিনি। তবে তার স্বপ্ন রুপালি পর্দা। স্বপ্ন বাস্তবে রূপ নিলো নতুন বছরের শুরুতে। ‘চারুলতা’ নামের একটি সিনেমায় নাম লিখিয়েছেন এই মডেল-অভিনেত্রী। সিনেমাটি নির্মাণ করছেন রাইসুল ইসলাম অনিক। এতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে। জুঁইয়ের বিপরীতে রয়েছেন রাকিব হোসেন ইভোন। সিনেমা প্রসঙ্গে মৌরিতা জুঁই বলেন, সিনেমাটির গল্প সামাজিক মূল্যবোধ এবং শিশু নির্যাতনের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে গড়ে উঠেছে। চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করছি। এই সিনেমার জন্য নাটকের কাজ বন্ধ রেখেছি। চরিত্র নিজের মধ্যে ধারণ করার জন্য নিয়মিত রিহার্সেল করছি।এমন সুন্দর একটি গল্পের জন্য এতদিন মুখিয়ে ছিলাম। অবশেষে কাঙিক্ষত চরিত্র দিয়ে চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। আশা করছি, দর্শকদের ভালো একটি কাজ উপহার দিতে পারব। জানা গেছে, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় শুটিংয়ের মাধ্যমে সিনেমাটির চিত্রায়ণ শুরু হবে। একটানা কাজ করে পুরো সিনেমার কাজ শেষ হবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে ‘চারুলতা’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
মোহাম্মদ তারেক