অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেস মিডিয়া ক্লাবের বাৎসরিক সাধারণ সভা ও নতুন কমিটি ২০২২-২০২৪ ঘোষণা

    অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস মিডিয়া ক্লাবের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়, গত ২৩ অক্টোবর সিডনির লাকেম্বার গ্রামীণ রেস্টুরেন্টে। পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২২-২০২৪ সালের নতুন কমিটির নাম ঘোষণা করা হয় সর্বজনের সম্মতিক্রমে। নতুন কমিটির সভাপতি রহমতুল্লাহ, সহ সভাপতি মোঃ সফিকুল আলম, কাজী সুলতানা শিমি এবং সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ টুটুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: রহমতুল্লাহ ও সঞ্চালনা করেন ড: শাখাওয়াত নয়ন। অনুষ্ঠানের শুরুতে অস্ট্রেলিয়ার আদিবাসীদের দেশটির প্রথম জাতি হিসেবে স্বীকৃতিপত্র পাঠ করেন বেলাল হোসাইন। অনলাইনে সংযুক্ত হয়ে বাজেট পেশ করেন কোষাধক্ষ্য আবুল কালাম আজাদ খোকন। সাধারন সম্পাদক ইকবাল ইউসুফ টুটুলের বাৎসরিক রিপোর্ট পেশ ও সভাপতি রহমতউল্লাহ সংক্ষিপ্ত বক্তব্যরের পর পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং এসবিএস বাংলা রেডিওর সাবেক প্রধান আবু রেজা আরেফীনকে নির্বাচন কমিশনার হিসেবে ঘোষণা দেন। অস্ট্রেলিয়ার প্রবাসী রেডিও, টিভি, সংবাদপত্রের সম্পাদক, সাংবাদিক, কলামিস্ট, মিডিয়াকর্মী এবং অস্ট্রেলিয়াব বসবাসরত বাংলাদেশি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাব’ গঠিত। এ সংগঠনে প্রায় ৩০টিরও বেশী মিডিয়াকর্মী ও ফ্রি ল্যান্সারা জড়িত আছে। নির্বাচন কমিশনার সকলের উপস্থিতে সিলেকশনের মাধ্যমে ২৪ সদস্য বিশিষ্ট সংবাদকর্মীদের নিয়ে একটি নতুন কার্যনির্বাহী কমিটি ২০২২-২০২৪ ঘোষণা করেন। মোহাম্মদ তারেক