সম্প্রতি দেশ সেরা চিত্রনায়ক শাকিব খানের দ্বিতীয় বিয়ে, সন্তান প্রকাশ্যে আসার পর তাকে নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হচ্ছে। এবার তার পক্ষ নিয়ে মন্তব্য করলেন অভিনেত্রী ইলোরা গওহর। তার ভাষ্য মতে শাকিব খানের দোষ নেই। নায়িকাদের দোষ। সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ইলোরা বলেন, ‘জায়েদ খানের জন্য অনেকে রক্ত দিয়ে লেখা চিঠি পাঠায়। তাহলে শাকিব খান তো সুপারস্টার। একটা লোককে থাকতে দেন না। আমি বলব, নায়িকাগুলোর দোষ আছে। অপু বিশ্বাসের না হয় প্রেম ছিল কিন্তু বুবলীর বাচ্চা নিতে হবে কেন? শাকিবকে ডুবানোর জন্য এমনটা করা হয়েছে।এখানে শাকিবের কোনো দোষ নেই।’ গত ২৭ সেপ্টেম্বর বুবলী নেটমাধ্যমে নিজের ‘বেবি বাম্প’র ছবি প্রকাশ করেন।জল বেশি দূর না গড়াতেই প্রকাশ্যে আসে শেহজাদ খান বীর।বাবা শাকিব ও মা বুবলী দুজনই জানান দেন তাদের নতুন সম্পর্ক ও সন্তানের কথা।
মোহাম্মদ তারেক