লাইভের পর গ্রাহকের সাথে কথা বলা উপভোগ করি : প্রিয়াঙ্কা প্রিয়া

ফ্যাশন মডেল প্রিয়াঙ্কা প্রিয়া। সোশ্যাল মিডিয়ায় তাকে বিভিন্ন পণ্যের প্রচারণায় হরদম দেখা যাচ্ছে। তার কথায় মুগ্ধ হয়ে পণ্য কিনছেন গ্রাহক। কাতান শাড়ীর মেলা’র শুভেচ্ছা দূত প্রিয়া বিষয়টি বেশ উপভোগ করেন। তিনি জানালেন, ছোটবেলা থেকে শখ ছিলো পাবলিক ডিল করা। মানুষকে ক‌োনো একটি বিষয় বুঝিয়ে বলা। ৯টা – ৫টার জব করতে ইচ্ছুক ছিলাম না। আমি সবসময় চেয়েছি মানুষ মন্ত্রমুগ্ধের মতো আমার কথা শুনুক। গ্র্যাজুয়েশনের পর ২০১৭ সালে একটি বিউটি প্যাজেন্টে অংশগ্রহণ করি। ১০ লাখ প্রতিযোগীর মাঝে ৪র্থ হই। এতে করে আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। ২০১৯ সালে নাজমা নিঝুম আপুর সাথে যোগাযোগ করি। তখন থেকে তার সাথে কাজ করা শুরু করি। তখন ছোট শ‌ো-রুম ছিলো। অনেক কষ্ট করে আজ এ পর্যায়ে এসেছি। ‌করোনাকালে অন্য সবকিছুর মতো ব্যবসা বাণিজ্যেও এসেছে প্রতিবন্ধকতা। সে সময়ের কথা মনে করে প্রিয়া বলেন, করোনাকাল অনেক চ্যালেঞ্জিং ছিলো। কাতান শাড়ীর মেলা আমার রক্তে মিশে গেছে। কেউ যখন আমাদের প্রোডাক্ট নিয়ে নেগেটিভ বলে কষ্ট লাগে। মেজাজ খারাপ হয়। কোভিডের মাঝে স্বাস্থ্যবিধি মেনে কাজ করে গেছি। গ্রাহক যাতে আক্রান্ত না হন সে চেষ্টা ছিলো। শোবিজ ক্যারিয়ার নিয়ে তার ভাষ্য, অভিনয় নিয়ে চিন্তা ভাবনা ছিলো না। আমার চিন্তা ছিলো নিজেকে গ্রুম করে পরিশীলিত করা। জীবন একটি রঙ্গমঞ্চ। লাইভ সেশনের বাইরে অনেক কাস্টমারের সাথে কথা বলতে হয়। এটা উপভোগ করি। নতুন নারী উদ্যোক্তাদের জন্য পরামর্শ দিয়ে প্রিয়া বলেন, ইচ্ছে থাকলে আপনি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। নিজের উপর ভরসা রাখবেন। বাধা আসবে, সেগুলোকে টপকে এগিয়ে যেতে হবে।

মোহাম্মদ তারেক