স্মরণ: মুসলিম জাগরণের কবি গোলাম মোস্তফা

    ‘এই করিনু পণ মোরা এই করিনু পণ ফুলের মতো গড়ব মোরা মোদের এই জীবন।’ এই কবিতাটি কারো মনে না থাকার কথা নয়। এটি কবি গোলাম মোস্তফা’র লেখা। অসংখ্য ছড়া আর কবিতার পাশাপাশি গদ্যও লিখেছেন প্রচুর। তাঁর লেখা “বিশ্ব নবী” প্রচুর জনপ্রিয়তা পায়। তাঁকে মুসলিম জাগরনের কবি হিসেবে উল্লেখ করেন অনেকেই। ১৮৯৭ সালের ১৮ ডিসেম্বর (৭পৌষ ১৩০২) ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার মনোহরপুর গ্রামে জন্মগ্রহণ করেন কবি গোলাম মোস্তফা। তবে, তিনি নিজে ‘আমার জীবন স্মৃতি’তে লিখেছেন, ‘১৮৯৭ খৃস্টাব্দে আমার জন্ম। কিন্তু আমার মনে আছে শৈলকুপা হাইস্কুলে ভর্তি হবার সময় আমার আব্বা আমার বয়স প্রায় দুই বছর কমিয়ে দিয়েছিলেন।’ তাঁর এ লেখায় প্রতীয়মান হয় যে উনার জন্ম ১৮৯৫ সালে। তাঁর লেখা কবিতা, গান, গজল ও প্রবন্ধ যেমন মুসলিমদের গৌরবময় ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেয়, তেমনি সমস্যা পীড়িত মুসলমানদের উত্তরণের পথও দেখিয়ে দেয়। সাহিত্য বোদ্ধাদের মতে, একদিকে তিনি ছিলেন যেমন খাঁটি দেশপ্রেমিক, নির্ভেজাল বাঙালি, অন্যদিকে ছিলেন সার্বিক অর্থেই একজন ঈমানদার মুসলমান। ১৯৬৪ সালের ১৩ অক্টোবর কবি গোলাম মোস্তফা ইন্তেকাল করেন। শ্রদ্ধাভরে স্মরণ করছি কবি গোলাম মোস্তফাকে।

    মুজতবা সউদ