কিংবদন্তী অভিনেত্রী রেখা’র জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসা

ভানুরেখা গণেশন। এ নামে কেউ তাকে চিনবেন বলে মনে হয় না। তবে পর্দা নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে এই উপমহাদেশে তাকে না চেনার মতো কাউকে পাওয়া যাবে কী না সন্দেহ। আমি যার কথা বলছি তিনি রেখা। এটুকুই যথেষ্ট। তাঁর গঠন রেখা গুলো এমন ভাবে বাঁক নিয়েছে যে, “পদ্মশ্রী” প্রাপ্ত এই নায়িকার শ্রীচরনে শত শত লাল পদ্ম রাখতে একসময় উন্মুখ ছিল গোটা উপমহাদেশের যুব সমাজ। ১৯৬৬ সালে ‘রাঙ্গুলা রত্নম’ নামে একটি তেলুগু ছবির শিশুশিল্পী হিসেবে তার চলচ্চিত্র জীবন শুরু হয়। ১৯৭০ সালে, মুম্বাইয়ে নায়িকা হয়ে আসেন ‘শাওন ভাদো’ ছবি দিয়ে। কৃশের দাদী হয়েও তিনি এখনও যেন সৌন্দর্যের রানী হয়েই বিরাজ করছেন, আলোচিত হচ্ছেন। তাঁর সঙ্গে অমিতাভ বচ্চনের পর্দা রসায়ন নিয়ে ছিল উপমহাদেশীয় আলোচনা। ১৯৮১ সালে ‘উমরাও জান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পান তিনি। ২০১০ সালে ‘পদ্মশ্রী’ পদকে ভূষিত হন রেখা। রাজ্যসভারও সম্মানিত সদস্য ছিলেন তিনি। ১৯৫৪ সালের ১০ অক্টোবর চেন্নাইতে জন্মগ্রহণ করেন রেখা। তাঁর জন্মদিনে আমাদের শুভেচ্ছা ও ভালোবাসা।

মুজতবা সউদ