প্রাণ-আর এফএল বিজ্ঞাপনে মৌ

প্রাণ-আর এফএল টেবিলের একটি নতুন বিজ্ঞাপনে কাজ করলেন মডেল-অভিনেত্রী নাজিরা মৌ। এতে তার সঙ্গে রয়েছেন পাপন। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন সুজন সরকার। এদিকে মৌ আসছে ঈদের জন্য মানস পালের রচনা ও ফরিদুল হাসানের পরিচালনায় ‘নারী বিশেষজ্ঞ নজীবুল্লাহ’ নামের একটি খণ্ড নাটকের শুটিং করছেন বলে জানান। এ ছাড়া তার অভিনীত ও সোয়াইবুর রহমান রাসেলের পরিচালনায় ‘নন্দিনী’ নামের একটি ছবির কাজ শেষ পর্যায়ে রয়েছে।
অর্ণব আদিত্য